ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রংপুরে বাস চাপায় দম্পতি নিহত

প্রকাশিত: ০৫:৪১, ১২ জানুয়ারি ২০১৬

রংপুরে বাস চাপায়  দম্পতি নিহত

স্টাফ রিপোর্টার, রংপুর ॥ রংপুরে বাস চাপায় অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তা ও তার স্ত্রী প্রাণ হারিয়েছেন। সোমবার বিকেল ৩টায় নগরীর মাহীগঞ্জ কলেজ মোড় এলাকায় ঘটে এ দুর্ঘটনা। জানা গেছে, মাহবুবার রহমান (৬২) রাকাবের অবসরপ্রাপ্ত ওই কর্মকর্তা তার স্ত্রী নাজমা মাহবুবকে (৫৫) নিয়ে শহরের পূর্ব শালবন এলাকার বাড়ি থেকে গ্রামের বাড়ি পীরগাছা উপজেলার ইটাকুমারীর উদ্দেশে মোটরসাইকেল নিয়ে রওনা দেন। পথে মাহীগঞ্জ কলেজ এলাকায় একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান স্ত্রী নাজমা মাহবুব। এ সময় তার স্বামী মোটরসাইকেলসহ গাড়ির নিচে আটকে থাকে। এলাকাবাসী তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুড়িগ্রামে বৃদ্ধ স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, শহরের খেজুরতলায় সড়ক দুর্ঘটনায় মোখলেছুর রহমান মন্টু (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়। আহত হয় উৎস নামে এক যুবক। তার অবস্থাও আশঙ্কাজনক। জানা গেছে, সোমবার দুপুর ২টার দিকে খলিলগঞ্জ এলাকায় বাইসাইকেলের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে বাইসাইকেল আরোহী মোখলেছুর রহমান মন্টুর মাথায় গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার মৃত্যু হয়। ভালুকায় নিরাপত্তাকর্মী নিজস্ব সংবাদদাতা ভালুকা, ময়মনসিংহ থেকে জানান, লেগুনাচাপায় মিলের এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। জানা যায়, সোমবার সকালে স্থানীয় এমএল ডায়িং ফ্যাক্টরির নিরাপত্তাকর্মী উপজেলার হাবিরবাড়ি বেলাশিপাড়ার ওয়াহিদুল ইসলাম (৫০) রাতের ডিউটি শেষে বাইসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন। পথে মহাসড়কের উপজেলার হবিরবাড়ি সিডস্টোর বাজার ভূমি অফিসের সামনে পৌঁছলে একটি অজ্ঞাত লেগুনা তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। মাগুরায় হেলপার নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, রবিবার রাত সাড়ে ১০টার দিকে কেষ্টপুরে বিশ্ব এজতেমা ফেরত একটি বাস সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৭ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নিহত ব্যক্তি হচ্ছেন বাসের হেলপার যশোরের খাজুরার সজিব (২৩)। বাসটি বিশ্ব এজতেমা থেকে মাগুরার শালিখার সীমাখালী এলাকায় ফিরছিল। নবাবগঞ্জে ব্যবসায়ী সংবাদদাতা দোহার, নবাবগঞ্জ থেকে জানান, ঢাকার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত ও শিশুসহ দুইজন আহত হয়েছে। সোমবার সকালে উপজেলার নতুন বান্দুরা ব্রিজের ঢালে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ব্যাটারি ব্যবসায়ী দেলোয়ার হোসেন দেলু’র (৫০) পরিচয় জানা গেলেও আহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহত ব্যবসায়ী দেলোয়ার হোসেন দেলু বারুয়াখালী ইউনিয়নের উত্তর আলালপুরের মৃত সাহেব আলীর পুত্র। তার পুরাতন বান্দুরা বাজারে স্টার ব্যাটারি নামে একটি দোকান রয়েছে।
×