ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বস্তাবন্দী শিশু, ব্যাগভর্তি নবজাতক ও দুই গৃহবধূর লাশ উদ্ধার

আওয়ামী লীগ নেতা ও এনজিও কর্মকর্তা খুন

প্রকাশিত: ০৫:৪০, ১২ জানুয়ারি ২০১৬

আওয়ামী লীগ নেতা ও  এনজিও কর্মকর্তা খুন

জনকণ্ঠ ডেস্ক ॥ বরিশালে আওয়ামী লীগ নেতা ও ভালুকায় এনজিও কর্মকর্তা খুন হয়েছেন। এছাড়া গাইবান্ধায় বস্তাবন্দী শিশু, মাগুরায় তালগাছ থেকে ব্যাগভর্তি নবজাতকের লাশ এবং লক্ষ্মীপুরে দুই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। বরিশাল ॥ বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়ন আ’লীগের প্রভাবশালী নেতা ও ১নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ গরিব উল্লাহকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। সোমবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় । জানা গেছে, সরশী গ্রামের মৃত আলী আহম্মেদ শেখের পুত্র আ’লীগ নেতা ও ইউপি সদস্য গরিব উল্লাহ রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। সোমবার সকালে পার্শ্ববর্তী উত্তমপুর গ্রামের জনৈক ওয়াসিম খানের পরিত্যক্ত ঘরের মধ্যে স্থানীয়রা রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। ভালুকা ॥ এনজিও সংস্থা সিএইচসিপির ব্রাঞ্চ ম্যানেজার প্রভাতচন্দ্র সমদ্দারের (৪৩) লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। জানা যায়, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার রাজাপুর গ্রামের স্বর্গীয় মহানন্দ সমদ্দারের ছেলে প্রভাতচন্দ্র সমদ্দার দীর্ঘদিন ধরে উপজেলার বিরুনীয়া ইউনিয়ন সিএইচসিপির ব্রাঞ্চ ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছিলেন। সোমবার ভোরে স্থানীয় লোকজন অফিসের দরজা-জানালা খোলা অবস্থায় ভেতরে ম্যানেজারের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। গাইবান্ধা ॥ গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রাম থেকে সোমবার সকালে মশিউর রহমান (১০) নামের এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, রবিবার সন্ধ্যায় নিখোঁজ হয় শিশুটি। সে স্থানীয় রামপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। মাগুরা ॥ সোমবার সকালে সদর উপজেলার তেঘরিয়া গ্রামের তালগাছ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বেলা ১১টার দিকে তেঘরিয়া গ্রামের রাস্তার পাশে তাল গাছের ডালে একটি ব্যাগ ঝুলতে দেখে এলাকাবাসী ব্যাগটি খুললে তার মধ্যে থেকে এক নবজাতকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। লক্ষ্মীপুর ॥ সদর উপজেলার পৃথক স্থান থেকে দু’গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে উপজেলার মান্দারী ইউনিয়নের দক্ষিণ মান্দারী গ্রাম থেকে জাহেদা বেগম (২২) ও বিজয়নগর থেকে আসমা বেগম (১৯) লাশ উদ্ধার করা হয়। সোমবার দুুপুরে ময়নাতদন্তের জন্য লাশ দু’টি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত গৃহবধূরা হচ্ছেন, সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের আবদুস সাত্তারের মেয়ে জাহেদা বেগম ও দক্ষিণ হামছাদী গ্রামের মোঃ হোসেনের স্ত্রী আসমা বেগম। মৃত জাহেদা বেগমের বাবা আবদুস সাত্তার জানান, বিয়ের পর থেকে কয়েকদফায় যৌতুকের টাকা নেয় স্বামী সোলায়মান। সম্প্রতি মোটা অঙ্কের যৌতুকের টাকার জন্য চাপ দেয় জাহেদার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। যৌত্যুকের টাকার জন্য প্রায় জাহেদাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত স্বামী সোলায়মান। জাহেদা বেগমকে রাতের যে কোন সময়ে শ্বাসরোধ ও পিটিয়ে হত্যা করে। অপরদিকে একইদিনে অনুরূপ অভিযোগ ওঠেছে, অপর গৃহবধূ আসমা বেগমের স্বামী মোঃ হোসেন এবং তার পরিবারের বিরুদ্ধে।
×