ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাসিরনগরে মাদ্রাসা নির্মাণ বন্ধ

প্রকাশিত: ০৫:৪০, ১২ জানুয়ারি ২০১৬

নাসিরনগরে মাদ্রাসা নির্মাণ বন্ধ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ নাসিরনগরে একটি মাদ্রাসার নির্মাণ কাজ এবং মসজিদের বিদ্যুত সংযোগ বন্ধ প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো সোমবার বিক্ষোভ সমাবেশ হয়েছে। আন্দোলনের হুঁশিয়ারী দেয়া হয়েছে। জেলার নাসিরনগরে ৬ দিন ধরে মসজিদ ও মাদ্রাসার কাজ বন্ধ করে দেয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মসজিদের আজান ও জামাত বন্ধ রয়েছে। মজজিদ ও মাদ্রাসার পরিচালক মুফতি মাজহারুল হক কাসেমী জনকণ্ঠকে বলেন, মন্ত্রীর রেফারেন্স দিয়ে পুলিশ দাফায় দাফায় মাদ্রাসা মাটি ভরাট কাজসহ নির্মাণ কাজ এবং মসজিদটি বন্ধ করে দেয়। তবে নাসিরনগর থানার পুলিশ বলেছে এসবের তারা সংশ্লিষ্ট নয়। ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত পুলিশ সুপার এম এ মসুদ বলেন, সৃষ্ট ঘটনা নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৈঠক ডাকা হয়েছে। জেলা প্রশাসক ডক্টর মোঃ মোশাররফ হোসেন বলেন, উদ্ভব পরিস্থিতিতে আমরা মাওলানাদের ডেকেছি। উনাদের সঙ্গে কথা বলব। এদিকে, মসজিদ বন্ধ করে দেয়া বিদ্যুত লাইন কেটে ফেলার প্রতিবাদে আজ সোমবার শহরের জামেয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার প্রাঙ্গণ থেকে কওমী মাদ্রাসা ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের হয়। প্রেসক্লাব সামনে এসে সমাবেশ করা হয়। এতে সভাপতিত্ব করেন কওমী ছাত্র ঐক্য পরিষদের উপদেষ্টা মুফতি আব্দুর রহিম কাসেমী খালেদ মোশাররফের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা নোমান আল হাবিবী, মাওলানা আব্দুল হক, মাওলানা আতাহার আলী, মুফতি মোহাম্মদ ইনামূল হাসান, সংগঠনের সভাপতি মোঃ ইমরান হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ নিয়ামূল ইসলাম, সাবেক সম্পাদক শোয়ায়েব আহমেদ, সহ-সভাপতি হাফেজ মাহমুদুল হাসান প্রমুখ। জানা যায়, ৬ জানুয়ারি নাসিরনগর উপজেলার ধনতলিয়া গ্রামের শাহজালাল (রহ) মসজিদ কমপ্লেক্স মাদ্রাসাটির বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে দেয় পল্লী বিদ্যুত কর্তৃপক্ষ। পল্লী বিদ্যুত কর্তৃপক্ষ তাদের ট্রান্সফরমারটি খুলে নিয়ে যায়। বন্ধ করে দেয়া হয় মসজিদটির বিদ্যুত সংযোগ। এরপরই বন্ধ হয়ে যায় মসজিদ ও মাদ্রাসার সব কার্যক্রম। স্থানীয়রা জানায়, মসজিদটিতে নিয়মিত আজান ও জামাত হচ্ছে না। নসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের বলেন, পল্লী বিদ্যুত কর্মকর্তারা তাদের প্রথমে জানিয়েছিল বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করবে। তাদের সহায়তা লাগবে। পরে পুলিশকে কিছুই জানানো হয়নি। উপজেলার ধনতলিয়া গ্রামে ২০১৪ সালে ২৫ শতক জায়গার ওপর শাহজালাল (রহ) মসজিদ কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু হয়।
×