ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলা দ্বিতীয় পত্র

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৫:৩৯, ১২ জানুয়ারি ২০১৬

অষ্টম শ্রেণির পড়াশোনা

১. ‘একগুঁয়ে’ কথাটি কোন বাগধারা দিয়ে প্রকাশ পায়? ক) রাঘব বোয়াল খ) গোঁয়ার গোবিন্দ গ) উড়নচন্ডী ঘ) নেই আঁকড়া ২. ‘কাঁচা দুধ সবার হজম হয় না’ - বাক্যে ‘কাঁচা দুধ’ শব্দটির অর্থ হলো - ক) অপক্ব খ) অসিদ্ধ গ) অপরিণত ঘ) অপূর্ণ ৩. হাইফেনকে বাংলায় কী বলা হয়? ক) ছেদ চিহ্ন খ) সংযোগ চিহ্ন গ) বিরাম চিহ্ন ঘ) বিরতি চিহ্ন ৪. ক্রিয়াপদের বানানে পদান্তে ও-কার- ক) অপরিহার্য খ) অপরিহার্য নয় গ) দুটিই প্রযোজ্য ঘ) বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য ৫. ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয় - ক) বর্ণমালা খ) ধ্বনিমূল গ) শব্দমূল ঘ) শব্দ ৬. ‘সচেষ্ট’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? ক) প্রচেষ্ট খ) নিশ্চেষ্ট গ) যথেষ্ট ঘ) নিরত ৭. নিচের কোনটি সার্থক বাক্য নয়? ক) আমি বাড়ি খাব খ) আমি ভাত খাব গ) আমি বই পড়ব ঘ) আমি ছবি দেখব ৮. ছাত্র, শিক্ষক কোন লিঙ্গ? ক) স্ত্রীলিঙ্গ খ) পুংলিঙ্গ গ) ক্লীবলিঙ্গ ঘ) উভলিঙ্গ ৯. ‘দ্যুলোক’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? ক) দুঃ + লোক খ) দ্বি + লোক গ) দিব্ + লোক ঘ) দু + লোক ১০. ব্যঞ্জনধ্বনির সাথে স্বরধ্বনি অথবা ব্যঞ্জনধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে বলে - ক) স্বরসন্ধি খ) ব্যঞ্জনসন্ধি গ) বিসর্গসন্ধি ঘ) নিপাতনে সন্ধি ১১. ‘তোমার নেই নেই ভাব গেল না’ কোন অর্থে দ্বিরুক্ত? ক) বিশেষণ রূপে খ) ক্রিয়া বিশেষণ গ) সামান্য অর্থে ঘ) আধিক্য অর্থে ১২. ‘মাথা’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয় না? ক) অঙ্গবিশেষ খ) নির্লজ্জ গ) অর্থসংগতি ঘ) বুদ্ধি ১৩. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে - ক) ৩৩, ৮, ১০ খ) ৩২, ৭, ১১ গ) ৩০, ৮, ১২ ঘ) ৩২, ৭, ৯ ১৪. ‘জগতে অসম্ভব বলে কিছু নেই’ - গঠন অনুসারে কোন বাক্য? ক) সরল বাক্য খ) জটিল বাক্য গ) যৌগিক বাক্য ঘ) মিশ্র বাক্য ১৫. কোনটি শ্রেণিবাচক বিশেষ্য? ক) যমুনা খ) পাখি গ) সংঘ ঘ) ভোজন ১৬. ‘হ্ন’ এর পর বর্ণানুক্রমিক যুক্তাক্ষর কোনটি? ক) হ্ন খ) হ্ম গ) স্ক ঘ) স্ত ১৭. কোথায় সেমিকোলন বসে? ক) সম্বোধনের পরে খ) যৌগিক বাক্যে গ) খন্ডবাক্যে ঘ) বিস্ময় প্রকাশে ১৮. বর্তমানকালের অনুজ্ঞার মাধ্যম পুরুষের তুচ্ছার্থক ক্রিয়াপদে কোন বিভক্তি হবে? ক) শূন্য বিভক্তি খ) দ্বিতীয়া বিভক্তি গ) তৃতীয়া বিভক্তি ঘ) চতুর্থী বিভক্তি ১৯. বন্ধনী চিহ্ন সাহিত্যে কী অর্থে ব্যবহৃত হয়? ক) ধাতু বোঝাতে খ) অর্থমূলক গ) ব্যাখ্যামূলক ঘ) উৎপন্ন বোঝাতে ২০. বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে কী বলে? ক) আকাঙ্ক্ষা খ) আসত্তি গ) যোগ্যতা ঘ) ইচ্ছা ২১. ‘চক্ষুদান করা’ - বাগধারাটির অর্থ কী? ক) কাউকে চোখ দান করা খ) চুরি করা গ) জ্ঞানদান করা ঘ) উপহার দেয়া ২২. ‘পুনরাবৃত্তি’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো - ক) পুন + আবৃত্তি খ) পুণ + আবৃত্তি গ) পুনঃ + আবৃত্তি ঘ) পুণঃ + আবৃত্তি ২৩. বাক্যে উপমা-অলঙ্কার যথাযথভাবে ব্যবহার না করলে কোন গুণ নষ্ট হয়? ক) আকাঙ্ক্ষা খ) আসত্তি গ) যোগ্যতা ঘ) অর্থবাচকতা ২৪. স্বভাবতই মূর্ধন্য ‘ণ’ নয় কোনটি? ক) রুক্সিণী খ) বেণী গ) পণ ঘ) ফণী ২৫. জনতা ক্ষেপে গেলে কারো রক্ষা নেই। এখানে ‘জনতা’ কোন ধরনের বিশেষ্য? ক) সংজ্ঞাবাচক বিশেষ্য খ) শ্রেণিবাচক বিশেষ্য গ) সমষ্টিবাচক বিশেষ্য ঘ) ভাববাচক বিশেষ্য ২৬. তৎসম ও অতৎসম শব্দে যুক্তব্যঞ্জনের ক্ষেত্রে চ-বর্গের পূর্বে কোন বর্ণটি বসে? ক) ষ খ) শ গ) স ঘ) ণ ২৭. ‘পানিতে বাঘ থাকে’ বাক্যটিতে কিসের অভাব রয়েছে? ক) আকাঙ্ক্ষার খ) যোগ্যতার গ) আসত্তির ঘ) নৈকট্যের ২৮. কোনটি একবচনের উদাহরণ? ক) মানুষ মরণশীল খ) শিক্ষক ছাত্র পড়াচ্ছেন গ) লোকে বলে ঘ) বনে বাঘ থাকে ২৯. সাধুরীতি হলো - ক) আঞ্চলিক শব্দবহুল খ) বিদেশি শব্দবহুল গ) তৎসম শব্দবহুল ঘ) তদ্ভব শব্দবহুল ৩০. বাংলায় কোন কোন পদের পুরুষ নেই? ক) সর্বনাম, অব্যয় খ) বিশেষণ, ক্রিয়া গ) সর্বনাম, বিশেষ্য ঘ) বিশেষণ, অব্যয় ৩১. ‘তরুচ্ছায়া’ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো - ক) তরু + ছায়া খ) তর + ছায়া গ) তরু + চ্ছায়া ঘ) তর + চ্ছায়া ৩২. পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে কী বলে? ক) বর্ণ খ) দ্বন্দ্ব গ) সন্ধি ঘ) সমাস ৩৩. করণ কারক কোথায় বসে? ক) কর্মের আগে খ) ক্রিয়ার আগে গ) ক্রিয়ার পরে ঘ) কর্মের পরে ৩৪. কোনটি ‘হ্রস্ব’ - এর বিপরীত শব্দ? ক) দীর্ঘ খ) ঋষী গ) বৃদ্ধি ঘ) হ্রাস ৩৫. ভাষা কী? ক) উচ্চারণের প্রতীক খ) কণ্ঠের উচ্চারণ গ) ভাব প্রকাশের মাধ্যম ঘ) ধ্বনির সমষ্টি ৩৬. সমাপিকা ক্রিয়া সাধারণত কোথায় বসে? ক) বাক্যের শুরুতে খ) বাক্যের মধ্যে গ) বাক্যের শেষে ঘ) বাক্যের শুরুতে ও শেষে ৩৭. সন্ধি কত প্রকার? ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ ৩৮. ‘সলিলসমাধি’ শব্দটি গঠিত হয়েছে - ক) প্রত্যয়যোগে খ) উপসর্গযোগে গ) বিভক্তিযোগে ঘ) সমাসযোগে ৩৯. ‘বধূক্তি’ শব্দে সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? ক) বধু+উক্তি খ) বধু+ঊক্তি গ) বধূ+উক্তি ঘ) বধূ+ঊক্তি ৪০. নিচের কোনটিতে শব্দের মাঝে স্বরবর্ণের পূর্ণরূপ রয়েছে? ক) উকিল খ) বাউল গ) মৌসুমি ঘ) পৃথিবী ৪১. বিসর্গ (:) থাকবে না পদের কোথায়? ক) প্রথমে খ) শেষে গ) মাঝখানে ঘ) বিশেষ ক্ষেত্রে ৪২. একটি বড় বাক্যের বাক্যাংশ দুটিকে বলে- ক) উদ্দেশ্য খ) স্বাধীন বাক্য গ) খন্ডবাক্য ঘ) অধীন বাক্য ৪৩. ‘গর গর’ কোন ধরনের শব্দ? ক) ধ্বন্যাত্মক শব্দ খ) অনুকার শব্দ গ) মৌলিক শব্দ ঘ) যৌগিক শব্দ ৪৪. ‘বন্ধন’ এর বিপরীত শব্দ কী? ক) মুক্তি খ) স্বাধীন গ) বন্দি ঘ) খোলামেলা ৪৫. অভিধান ব্যবহৃত বর্ণানুক্রমে ‘ক’ এর পরে কোন বর্ণটি থাকে? ক) খ খ) হ্ম গ) ক ঘ) অ ৪৬. সমাসের সাহায্যে গঠিত শব্দ - ক) নদীমাতৃক খ) বিদ্যালয় গ) বৈঠকখানা ঘ) নিবারণ ৪৭. আকাঙ্ক্ষা, আসত্তি, যোগ্যতা-বাক্যের কী? ক) অংশ খ) উপাদান গ) গুণ ঘ) প্রকারভেদ ৪৮. কোনটি অন্তঃস্থ য এর উচ্চারণ স্থান? ক) কন্ঠ ও তালু খ) কন্ঠ ও ওষ্ঠ গ) দন্ত ও ওষ্ঠ ঘ) কন্ঠ ও জিহ্বামূল ৪৯. কথাটা বলা সহজ করা কঠিন - বিরামচিহ্ন বসাও - ক) কথাটা বলা সহজ, করা কঠিন; খ) কথাটা বলা সহজ; করা কঠিন। গ) কথাটা বলা সহজ। করা কঠিন। ঘ) কথাটা বলা সহজ? করা কঠিন। ৫০. ‘ভাঙা’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? ক) গড়া খ) শেষ গ) ভঙ্গুর ঘ) গঠন সঠিক উত্তর: ১. (ঘ) ২. (খ) ৩. (খ) ৪. (খ) ৫. (ঘ) ৬. (খ) ৭. (ক) ৮. (খ) ৯. (গ) ১০. (খ) ১১. (ক) ১২. (গ) ১৩. (ক) ১৪. (ক) ১৫. (খ) ১৬. (খ) ১৭. (গ) ১৮. (ক) ১৯. (গ) ২০. (খ) ২১. (খ) ২২. (গ) ২৩. (গ) ২৪. (ক) ২৫. (গ) ২৬. (খ) ২৭. (খ) ২৮. (খ) ২৯. (গ) ৩০. (ঘ) ৩১. (ক) ৩২. (গ) ৩৩. (ঘ) ৩৪. (ক) ৩৫. (গ) ৩৬. (গ) ৩৭. (ক) ৩৮. (ঘ) ৩৯. (গ) ৪০. (খ) ৪১. (খ) ৪২. (গ) ৪৩. (ক) ৪৪. (ক) ৪৫. (খ) ৪৬. (ক) ৪৭. (গ) ৪৮. (গ) ৪৯. (খ) ৫০. (ক)
×