ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উত্তর কোরীয় নেতার প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

প্রকাশিত: ০৫:২৯, ১২ জানুয়ারি ২০১৬

উত্তর কোরীয় নেতার  প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

রিপাবলিকান দলীয় মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নেতৃত্বের প্রশংসা করেছেন। বিশেষ করে উন যেভাবে নিজের আপন ফুফাকে হত্যা করেছেন ট্রাম্প সেই কাজের ভূয়সী প্রশংসা করে বলেছেন, উন কোন ভনিতা করেননি। খবর গার্ডিয়ান অনলাইনের। মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে গত মাসে ট্রাম্প বিতর্কের ঝড় তুলেছিলেন। রবিবার আইওয়ায় এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প পুনরায় সেই দাবিটি করেন। সমাবেশে তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নেতৃত্বেরও প্রশংসা করেছেন। উত্তর কোরিয়া সরকারী প্রশাসনে নিয়মিতভাবে শুদ্ধি অভিযান চালানো হয়ে থাকে। সমাবেশে উপস্থিত লোকজনের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আপনাদের উচিত তার (উনের) কাজের জন্য কৃতিত্ব দেয়া। উনের পিতা যখন মারা যান তখন কতই বা তার বয়স হয়েছিল ২৫-২৬। এ বয়সের একটি তরুণ বাঘা বাঘা সব জেনারেলদের ওপর নিজের কর্তৃত্ব বজায় রেখেছেন, তা সত্যিই প্রশংসার দাবিদার।’ ট্রাম্প উনের নেতৃত্ব মার্কিন টিভি সিরিয়ার দ্য এ্যাপ্রেন্টিসের সঙ্গে তুলনা করেন। ট্রাম্প বলেন, ‘এটি সত্যি অবিশ্বাস্য। উন নিজের ফুফাকে সরিয়ে দিয়েছেন। তিনি একে একে আরও অনেককে সরিয়ে দিয়েছেন। এ ব্যাপারে কোন ভনিতা করেননি।’ জ্যাং সং তায়েকের আকস্মিক অন্তর্ধানের দিকে ইঙ্গিত করে ট্রাম্প এ মন্তব্য করেন। জ্যাং উনের পিতা কিম জং ইলের বোনকে বিয়ে করেছিলেন। কিম ইল মারা যাওয়ায় কিম উন দায়িত্বভার পুরোপুরি বুঝে নেয়ার সময়টিতে জ্যাং তায়েক সরকার প্রধানের দায়িত্ব পালন করেন।
×