ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শরিক দলকে কড়া শর্ত মেহবুবা মুফতির

পিডিপি-বিজেপি জোটের ভবিষ্যত নিয়ে জল্পনা

প্রকাশিত: ০৫:২৮, ১২ জানুয়ারি ২০১৬

পিডিপি-বিজেপি জোটের ভবিষ্যত নিয়ে  জল্পনা

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে শাসক জোটের ভবিষ্যত নিয়ে জল্পনা বাড়িয়ে দিলেন পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রধান মেহবুবা মুফতি। জোট শরিক বিজেপিকে রবিবার কিছু কড়া শর্ত দিয়েছেন তিনি। এছাড়া কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর রবিবার শ্রীনগরে গিয়ে মেহবুবার সাক্ষাতও জল্পনা আরও উস্কে দিয়েছে। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার। মুফতি মোহাম্মদ সাঈদের পরে তার মেয়ে মেহবুবাই যে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী তা নিয়ে কার্যত নিশ্চিতই ছিলেন রাজনীতিকরা। মেহবুবার পাশে থাকার বার্তা দিয়েছিল জোট শরিক বিজেপিও। পিডিপি সূত্রে খবর, উপ-মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা নির্মল সিংয়ের ডানা ছাঁটতে চান মেহবুবা। পাশাপাশি আরও কেন্দ্রীয় সাহায্য চেয়েছেন তিনি। ফলে পাল্টা শর্ত দিয়েছে বিজেপিও। তাদের পক্ষ থেকে নির্দিষ্ট সময় পরে মুখ্যমন্ত্রী বদলের শর্ত দেয়া হয়েছে। কিন্তু মেহবুবা এখন বিজেপির সঙ্গে এ সমঝোতায় যেতে রাজি নন বলে জানিয়েছেন পিডিপি নেতারা। এদিকে সোনিয়া শ্রীনগর বিমানবন্দর থেকে সোজা মেহবুবার বাড়িতে গিয়ে তার সঙ্গে কথা বলেন। তার সঙ্গে ছিলেন রাজ্যসভার নেতা গুলাম নবী আজাদ ও সাধারণ সম্পাদক অম্বিকা সোনি। প্রকাশ্যে দু’দলই জানিয়েছে, মুফতি মোহাম্মদের মৃত্যুতে শোক জানাতেই গিয়েছেন তারা। কিন্তু পুরো বিষয়টিতে রাজনীতির গন্ধ পাচ্ছে সংশ্লিষ্ট সব পক্ষই। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, সোনিয়া শোকাহত সাঈদ পরিবারকে সমবেদনা জানাতে গেলেও রাজনৈতিক দিক থেকে এর গুরুত্ব বেড়ে গিয়েছে। যদিও এরপর মেহবুবার সঙ্গে দেখা করেন বিজেপি নেতা নীতিন গড়কড়িও। বিজেপি সূত্রে খবর, মেহবুবা যে দর কষাকষি করছেন, তা স্পষ্টই বুঝতে পারছেন বিজেপির শীর্ষ নেতারা। সোনিয়ার উপস্থিতি বিজেপির অস্বস্তি বাড়িয়েছে। তাই পরিস্থিতি বুঝতে গড়কড়িকে শ্রীনগর পাঠানো হয়।
×