ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ আজ

প্রকাশিত: ০৫:২১, ১২ জানুয়ারি ২০১৬

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ আজ

বিশেষ প্রতিনিধি ॥ আজ মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতাসীন বর্তমান সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি দিবস উপলক্ষে সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রী এ ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন ও বেতারে প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে। আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়ে বলেছে, প্রধানমন্ত্রী তাঁর ভাষণে গত দুই বছরে সরকারের উন্নয়ন-সফলতা, আন্তর্জাতিক স্বীকৃতি, সব সূচকে বাংলাদেশের অগ্রগতির চিত্র দেশবাসীর সামনে তুলে ধরার পাশাপাশি সরকারের অগ্রগতি ও উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াত জোটের ৯৩ দিনব্যাপী আন্দোলনের নামে ভয়াল সন্ত্রাস, নাশকতা ও মানুষ পুড়িয়ে হত্যার ঘটনাও জাতির সামনে তুলে ধরবেন। আরও জানা গেছে, প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বর্তমান সরকারের তৃতীয় বর্ষে পদার্পণে দেশের উন্নয়নে আগামী দিনের উন্নয়ন মহাপরিকল্পনা, বেশ কিছু চ্যালেঞ্জের কথাও তুলে ধরবেন । পাশাপাশি অশুভ শক্তির সকল ষড়যন্ত্র-চক্রান্ত সম্পর্কে দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকতে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধেরও আহ্বান জানাবেন। উল্লেখ্য, আজ মঙ্গলবার টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতার দুই বছর পূর্ণ করল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। ২০১৪ সালের এই দিনে বন্ধুর পথ পাড়ি দিয়ে নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারপ্রধান হিসেবে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শেখ হাসিনা। দেশের ইতিহাসে এই প্রথম কোন সরকারপ্রধান টানা সাত বছর দেশ পরিচালনা করছে।
×