ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সোনার দাম বাড়ল

প্রকাশিত: ০৫:২০, ১২ জানুয়ারি ২০১৬

সোনার দাম বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত কয়েক মাস ধরেই উত্থান-পতনে টালমাটাল স্বর্ণের বিশ্ববাজার। প্রতি আউন্স সোনার দর ১১শ’ ডলারের ঘরে ঘুরপাক খাচ্ছে। এই অবস্থায় দেশের বাজারে দুই দফায় দাম কমানোর পর বাড়ানো হয়েছে সব ধরনের স্বর্ণের দাম। তারপরও বিশ্ববাজারের তুলনায় এদেশে স্বর্ণের দামের ফারাক প্রায় ৮ হাজার টাকা। নতুন দাম অনুযায়ী স্বর্ণের ভরি প্রতি দাম ১ হাজার ২২৪ টাকা পর্যন্ত বেড়েছে। স্বর্ণের নির্ধারিত নতুন এ মূল্য আগামীকাল বুধবার থেকে কার্যকর হবে। স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন, বিশ্ব বাজারের সঙ্গে সমন্বয় করতে দেশের বাজারে স্বর্ণের দর বাড়ানো হয়েছে। জানা গেছে, গত ছয় বছরে প্রত্যাশার তুলনায় চীনে আমদানি কম এবং মার্কিন ডলারের মান শক্তিশালী হওয়ার কারণেই সোনার দরপতন হয়েছে। এদিকে আগের তুলনায় বিশ্বের সবচেয়ে বড় সোনা উৎপাদনকারী দেশটি ধীরগতিতে সোনা মজুদ করছে। গত মাসে পাঁচ বছরের মধ্যে সাংহাই ও নিউ ইয়র্কে দাম কমে প্রতি আউন্স স্বর্ণের দাম এক হাজার ৮৯ ডলারে নেমে আসে। গত সপ্তাহে মধ্যপ্রাচ্যে নতুন করে সঙ্কট দেখা দেয়ার পাশাপাশি চীনের শেয়ারবাজারের মন্দায় বিশ্ববাজারে আবার স্বর্ণের দাম কিছুটা বেড়ে যায়। এ সময় ১১শ’ ডলারের ওপরে উঠে যায় প্রতি আউন্স স্বর্ণের দাম। সোমবার প্রতি আউন্স সোনার দাম ১১০৩ ডলারে নেমে আসে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি‘র (বাজুস) দেয়া তথ্য মতে, নতুন দর অনুযায়ী প্রতিভরি (১১.৬৬৪ গ্রাম) ভাল মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪২ হাজার ৫১৫ টাকা, ২১ ক্যারেট ৪০ হাজার ৪১৫ টাকা এবং ১৮ ক্যারেট ৩৩ হাজার ৭৬৭ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২২ হাজার ৬৮৬ টাকা। আর প্রতিভরি ২১ ক্যারেট রুপার দাম ৯৩৩ টাকা। মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভাল মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪১ হাজার ২৯০ টাকা, ২১ ক্যারেট ৩৯ হাজার ১৯১ টাকা এবং ১৮ ক্যারেট ৩২ হাজার ৫৪২ টাকা দরে বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম ২১ হাজার ৪৬১ টাকা। আর প্রতি ভরি ২১ ক্যারেট রুপার দাম ৮৭৪ টাকা দামে বিক্রি হবে। জানা গেছে, গত ৭ নবেম্বরের সিদ্ধান্ত অনুযায়ী ৯ নবেম্বর থেকে এবং ৩ ডিসেম্বরের সিদ্ধান্ত অনুযায়ী ৫ ডিসেম্বরে সোনার দাম কমিয়েছিল বাজুস। আর এক মাস পর সোনার দাম বাড়ল। এ প্রসঙ্গে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সাধারণ সম্পাদক এনামুল হক জনকণ্ঠকে জানান, গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে কয়েক দফা স্বর্ণের দাম বেড়েছে। তাই বিশ্ব বাজারের সঙ্গে সমন্বয় করতে দেশের বাজারে স্বর্ণের দর বাড়ানো হয়েছে। তিনি বলেন, দেশে বৈধভাবে সোনা আমদানি করা গেলে বিশ্ববাজারে দামের সমন্বয় করা সম্ভব। তিনি বলেন, মূলত বিশ্ববাজারে হংকং, দুবাই, নিউইয়র্ক, লন্ডন, জুরিখ সর্বত্র প্রায় একই রকম দাম থাকলেও দেশে দাম নির্ধারণের ক্ষেত্রে দুবাইয়ের মূল্যকে মানদ- হিসেবে বিবেচনা করা হয়।
×