ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যাংক কর্মকর্তাকে ‘ক্রসফায়ারের’ হুমকি ॥ মোঃপুর থানার এসআই ক্লোজড

প্রকাশিত: ০৫:১৯, ১২ জানুয়ারি ২০১৬

ব্যাংক কর্মকর্তাকে ‘ক্রসফায়ারের’ হুমকি ॥ মোঃপুর থানার এসআই ক্লোজড

স্টাফ রিপোর্টার ॥ ব্যাংক কর্মকর্তাকে ক্রসফায়ারের হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা আদায়ের চেষ্টাকালে নির্যাতনের অভিযোগে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ শিকদারকে সরিয়ে নেয়া হয়েছে। ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ওয়াহেদুল ইসলাম জানান, সোমবার সকালে তাকে প্রত্যাহার করে ডিএমপির তেজগাঁও উপ-কমিশনার কার্যালয়ে ক্লোজ করা হয়েছে। সেখান থেকে তাকে রাজারবাগ পাঠানো হবে। পুলিশ সূত্র জানায়, ঘটনার পরদিন রবিবার বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বী তেজগাঁও বিভাগে উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারের কাছে লিখিত অভিযোগ করেন। পরে ঘটনা তদন্তের জন্য মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার হাফিজ আল ফারুককে দায়িত্ব দেয়া হয়। তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় এসআই মাসুদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে। সূত্রমতে, শনিবার রাতে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের কাছে বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা গোলাম রাব্বীকে আটক করে মোহাম্মদপুর থানার এসআই মাসুদ শিকদার ও তার পুলিশ দল। তাকে ইয়াবা ব্যবসায়ী-সেবনকারী বানানোর ভয় দেখানো হয়। পরে তাকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করেছিল বলে এসআই মাসুদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বী জানান, শনিবার রাত এগারোটার দিকে তিনি মোহাম্মদপুরে খালার বাসা থেকে কল্যাণপুর নিজের বাসায় যাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে এক পুলিশ তাঁর শার্টের কলার চেপে ধরে বলেন, তোর কাছে ইয়াবা আছে। তিনি অস্বীকার করলে ওই পুলিশ তাঁকে ধরে কিছু দূরে দাঁড়িয়ে থাকা মোহাম্মদপুর থানার এসআই মাসুদ শিকদারের কাছে নিয়ে যান। এসআই মাসুদও তাঁকে বলেন, তোর কাছে ইয়াবা আছে। তিনি আবার অস্বীকার করলে এসআই মাসুদসহ পুলিশ সদস্যরা তাঁকে নিয়ে টানাহেঁচড়া শুরু করেন। একপর্যায়ে তাকে জোর করে পুলিশের ভ্যানে তোলা হয়। ওই ভ্যানে তাকে লাঠিপেটা করা হয়। থানায় নেয়ার পর তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে ওই এসআই। টাকা না দিলে তাকে ক্রসফায়ারের হুমকিও দেয়া হয়। কথা কাটাকাটির একপর্যায়ে শুরু হয় লাঠি-রাইফেলের বাঁট দিয়ে গুঁতানো, এক এক করে পোশাক খোলা আর আজেবাজে বকাবকি করে। এসআই মাসুদের নেম প্লেট ছিল। বাকি পুলিশ সদস্যরা তাদের নেম প্লেট খুলে ফেলায় তাদের নাম জানা যায়নি। জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র গোলাম রাব্বী একটি টেলিভিশন চ্যানেলে সংবাদ উপস্থাপনাও করেছেন এক সময়।
×