ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যমুনা ইলেক্ট্রনিক্সকে আড়াই কোটি টাকা রাজস্ব দিতে হবে

প্রকাশিত: ০৫:১৩, ১২ জানুয়ারি ২০১৬

যমুনা ইলেক্ট্রনিক্সকে  আড়াই কোটি টাকা রাজস্ব  দিতে হবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সুপ্রীমকোর্টের আপীল বিভাগ জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষে রায় ঘোষণা করায় যমুনা ইলেক্ট্রনিক্স এ্যান্ড অটোমোবাইল লিমিটেডকে ২ কোটি ৫১ লাখ ৩০ হাজার ৯৫৫ টাকা চট্টগ্রাম কাস্টমসের সরকারী হিসেবে জমা দিতে হচ্ছে। আপীলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ এ বিষয়ে দায়েরকৃত সিভিল পিটিশন নং-৩৬/২০১৬ শুনানি গ্রহণ করেন এবং শুনানি শেষে সর্বসম্মতভাবে রিট আবেদনকারীর রিট খারিজ করে দেন এবং যমুনা ইলেক্ট্রনিক্স এ্যান্ড অটোমোবাইল লিঃ সিনাবহ, কালিয়াকৈর, গাজীপুরকে সরকারের প্রাপ্য শুল্ক-করাদি বাবদ সমুদয় টাকা ১৫ দিনের মধ্যে পরিশোধের জন্য রবিবার এ আদেশ প্রদান করেন। এ বিষয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, আমরা রাষ্ট্রের রাজস্ব ভা-ারকে সুসংহত করার লক্ষ্যে ২০১৫-২০১৬ অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ করার দৃঢ় প্রত্যয়ে মাননীয় সুপ্রীমকোর্টের হাইকোর্ট ও আপীল বিভাগে বিচারাধীন ২৫ হাজার মামলায় প্রায় ৩১ হাজার কোটি টাকার আর্থিক সংশ্লেষ সংবলিত রাজস্ব মামলাসমূহের দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছি। এ ক্ষেত্রে সরকারের সকল বিভাগ আমাদের সর্বাত্মক সহযোগিতা করছেন। বিশেষ করে এ্যাটর্নি জেনারেলের কার্যালয় অগ্রণী ভূমিকা পালন করেছে। এ জন্য আমি মাননীয় এ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ এবং তাঁর বিজ্ঞ কার্যালয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এনবিআর সূত্র জানায়, যমুনা ইলেক্ট্রনিক্স এ্যান্ড অটোমোবাইল লিঃ সাতটি চালানের বিপরীতে চীন হতে রেফ্রিজারেটরের কমপ্রেসার (এইচএস কোড-৮৪১৪.৩০.৯০) আমদানি করে, যার ওপর কাস্টমস ডিউটি ৫ শতাংশ, মূল্য সংযোজন কর ১৫ শতাংশ এবং অগ্রিম আয়কর ৫ শতাংশ প্রযোজ্য। কিন্তু কাস্টম হাউস চট্টগ্রামে প্রদত্ত ঘোষণায় আমদানিকারক প্রতিষ্ঠান উক্ত কমপ্রেসারকে এয়ার কমপ্রেসার (এইচএস কোড-৮৪১৪.৩০.৯০) হিসেবে ঘোষণা প্রদান করে, যার ওপর শুধু ২ শতাংশ হারে সিডি প্রযোজ্য। কাস্টমস হাউস চট্টগ্রাম ওই ৭টি চালান পোস্ট অডিটের মাধ্যমে দুই কোটি একান্ন লাখ ত্রিশ হাজার নয় শ’ পঞ্চান্ন টাকা কর ফাঁকি উদ্ঘাটন এবং দাবীনামা জারি করে। যমুনা ইলেক্ট্রনিক্স এ্যান্ড অটোমোবাইল লিঃ মিথ্যা ঘোষণা দিয়ে প্রযোজ্য শুল্ক- করাদি ফাঁকি দেয়ার লক্ষ্যে পণ্য চালানটি আমদানি করেছিল। কাস্টমস হাউস বর্ণিত রাজস্ব আদায়ে উদ্দেশ্য দাবিনামা জারি করে। দাবিনামার টাকা পরিশোধ না করে যমুনা ইলেক্ট্রনিক্স এ্যান্ড অটোমোবাইল লিঃ হাইকোর্ট ডিভিশনে দাবিনামার আদেশের বিরুদ্ধে রিট পিটিশন নম্বর ১৩৮৫/২০১৫ দায়ের করে। হাইকোর্ট ডিভিশন গত বছরের ২১ ডিসেম্বর অন্তর্বর্তী আদেশে রিট আবেদনকারীর বক্তব্য বা আবেদন বিবেচনায় নিয়ে দাবিনামার ওপর ০৩ (তিন) মাসের অন্তবর্তীকালীন স্থগিতাদেশ প্রদান করেন। মহামান্য হাইকোর্ট ডিভিশনের উক্ত আদেশের বিরুদ্ধে সরকারের পক্ষে সিভিল পিটিশন (সিপি) নম্বর ৩৬/২০১৬ দাখিল করা হয়। চলতি ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ সম্পদ হতে ১ লাখ ৭৬ হাজার ৩৭১ কোটি টাকা আদায়ের দায়িত্ব কাঁধে নিয়ে এনবিআরের সকল কর্মকর্তা-কর্মচারী কাজ করে যাচ্ছেন। এ প্রতিষ্ঠানটি সরকারের প্রায় ৮৫ শতাংশ রাজস্ব আদায় করে থাকে। এ বৃহৎ রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড দৈনন্দিন রাজস্ব আদায়ের পাশাপাশি মাননীয় সুপ্রীমকোর্টের হাইকোর্ট ও আপীল বিভাগে বিচারাধীন মামলাসমূহের নিষ্পত্তির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এ ধারাবাহিকতায় জাতীয় রাজস্ব বোর্ডের মামলা পরিচালনাকারী কর্মকর্তারা এ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সহায়তায় জাতীয় রাজস্ব বোর্ডের বিরুদ্ধে আনীত মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।
×