ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আইওএনএস উদ্বোধনীতে রাষ্ট্রপতি

ব্লু-ইকোনমির কার্যকর বাস্তবায়ন এখন সময়ের দাবি

প্রকাশিত: ০৫:১২, ১২ জানুয়ারি ২০১৬

ব্লু-ইকোনমির কার্যকর বাস্তবায়ন এখন সময়ের দাবি

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আঞ্চলিক উন্নয়নের জন্য ব্লু-ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে জাতীয়, উপআঞ্চলিক এবং আঞ্চলিক পর্যায়ে কার্যকর নীতি প্রণয়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সামুদ্রিক সম্পদের কার্যকর ব্যবহারের মাধ্যমে ব্লু-ইকোনমির কার্যকর বাস্তবায়ন এখন সময়ের দাবি। রাষ্ট্রপতি সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ভারত মহাসাগরীয় নেভাল সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে এ কথা বলেন। খবর বাসস’র। রাষ্ট্রপতি বলেন, সামুদ্রিক সম্পদের ব্যবহারের মাধ্যমে আঞ্চলিক উন্নয়নের জন্য জাতীয়, উপআঞ্চলিক ও আঞ্চলিক পর্যায়ে কার্যকর নীতি প্রণয়ন করা প্রয়োজন। অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ভাইস এ্যাডমিরাল এম ফরিদ হাবিব ২০১৬-২০১৮ সালের জন্য আইওএনএস’র চেয়ার নির্বাচিত হয়েছেন। রাষ্ট্রপতি আরও বলেন, আমি মনে করি, নীতি প্রণয়নের জন্য কর্মকা-ে আইওএনএস একটি ডায়ালগ প্লাটফর্ম হিসেবে ব্যবহৃত হতে পারে। তিনি বলেন, যদিও স্থলসীমান্ত আমাদের পৃথক করেছে, তবে সামুদ্রিক যোগাযোগের বন্ধুত্ব আমাদের ঐক্যবদ্ধ করেছে। রাষ্ট্রপতি জিও স্ট্রাটেজি এবং জিও-ইকোনমির আলোকে ভারত মহাসাগরের গুরুত্ব তুলে ধরে বলেন, ভারত মহাসগর সামুদ্রিক ব্যবসা-বাণিজ্য, অর্থনৈতিক অগ্রগতি এবং সামুদ্রিক সম্পদ অনুসন্ধানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এ অঞ্চলের সামুদ্রিক সম্পদের যথাযথ ব্যবহার ও ব্যবস্থাপনা নিশ্চিত করা শুধুমাত্র একটি দেশের পক্ষে সম্ভব নয়। তিনি বলেন, মানুষের বৃহত্তর স্বার্থে এ ক্ষেত্রে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। রাষ্ট্রপতি সম্মেলন উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট ও খাম অবমুক্ত করেন। বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ভাইস এ্যাডমিরাল এম ফরিদ হাবিব এবং বিদায়ী চেয়ারম্যান অস্ট্রেলিয়ার নৌবাহিনী প্রধান ভাইস এ্যাডমিরাল টিম ব্যারেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের দূতগণ, ১৩ সদস্য দেশের নৌবাহিনী প্রধানগণ, ৩১ দেশের প্রতিনিধিগণ, বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমানবাহিনী প্রধানগণ ও নৌবাহিনী নিরাপত্তা সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন। টেকসই স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ॥ বিডিনিউজ জানায়, ভবিষ্যত প্রজন্মের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতে উদ্ভাবনী ও টেকসই স্যানিটেশন ব্যবস্থা গড়ে তুলতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ষষ্ঠ সাউথ এশিয়ান কনফারেন্স অন স্যানিটেশন (সাকোসান-৬)’ এর উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি) পৌঁছানোর জন্য দক্ষিণ এশিয়ার দেশগুলোকে স্বাস্থ্যসম্মত পানি ও পয়ঃনিষ্কাশনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘স্বাস্থ্যকর জীবনের জন্য পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন মৌলিক প্রয়োজন। অপর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ও যত্রতত্র মলমূত্র ত্যাগ ডায়রিয়া ও পানিবাহিত হরেক রোগের মূল কারণ।’ স্বাস্থ্যকর পয়ঃনিষ্কাশন ‘পানি, বাতাস, মাটি এবং খাদ্যকে দূষিত হওয়া থেকে রক্ষা করে’ মন্তব্য করে রাষ্ট্রপতি এক্ষেত্রে বাংলাদেশের উন্নতির চিত্র তুলে ধরেন। মন্ত্রী পর্যায়ের এ সম্মেলন এসডিজি পূরণে সার্কভুক্ত দেশগুলোকে সহায়তা করবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সার্কের মহাসচিব অর্জুন বাহাদুর থাপাসহ সার্কভুক্ত দেশগুলোর মন্ত্রী ও সচিব পর্যায়ের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। ‘বেটার স্যানিটেশন, বেটার লাইফ’ সেøাগান নিয়ে আয়োজিত সম্মেলনে আফগানিস্তান, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। পাকিস্তান থেকে কোন প্রতিনিধি যোগ না দিলেও ঢাকায় দেশটির হাইকমিশনার সুজা আলম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
×