ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাংলামটরে ট্রাক থেকে পড়ে ৬ ছাত্র আহত

প্রকাশিত: ০৫:১২, ১২ জানুয়ারি ২০১৬

বাংলামটরে ট্রাক থেকে পড়ে ৬ ছাত্র আহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ দু’জন নিহত হয়েছেন। সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশে অংশ নিতে এসে বাংলামটরে ট্রাক থেকে পড়ে ঢাকা পলিটেকনিক কলেজের ছয় ছাত্র আহত হয়েছেন। সোমবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় রফিকুল ইসলাম (৪৩) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি রাজারবাগ পুলিশ লাইনসে নায়েক পদে কর্মরত ছিলেন। তার নায়েক নম্বর-২০৫৮০। গ্রামের বাড়ি নেত্রকোনায়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই সেন্টু চন্দ্র দাস জানান, রবিবার রাত সাড়ে ১২টার দিকে কাজ শেষে বাসায় ফিরছিলেন রফিকুল। যাত্রাবাড়ী রায়েরবাগ বাসস্ট্যান্ডের কাছে যাত্রীবাহী একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। পরে পথচারী রুবেল তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে জরুরী বিভাগে আনেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রফিকের মরদেহ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে ঢামেক মর্গে পাঠানো হয়েছে। এদিকে একই সময় রাজধানীর কুড়িল-বিশ্বরোড উড়াল সড়কের নিচে বাসের ধাক্কায় অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে কুড়িল বিশ্বরোডের ব্রিজের নিচে যানবাহনের ধাক্কায় অজ্ঞাত ওই ব্যক্তির মাথায় আঘাত পেয়ে রাস্তায় পড়ে থাকে। পরে পথচারী শফিকুল ইসলাম তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাত সাড়ে ১১টার দিকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ গিয়ে তার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরনে সাদা শার্ট ও পরনে চেক লুঙ্গি ছিল। এদিকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশে অংশ নিতে এসে ট্রাক থেকে পড়ে ঢাকা পলিটেকনিক কলেজের ছয় ছাত্র আহত হয়েছেন। তাদের ঢামেক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। সোমবার দুপুরে রাজধানীর বাংলামটর সিগন্যালে এ ঘটনা ঘটে। আহত ছাত্ররা হচ্ছেন- হাসান মুন্সী (১৯), হাসান মাহমুদ (১৯), লক্ষণ সূত্র ধর (১৯), রাফি মাহমুদ (১৭), সোহেল (১৮) ও রাব্বি (১৭)। আহতদের সহকর্মী ফজলু জানান, দুপুর ২টার দিকে পলিটেকনিক কলেজের সামনে থেকে তারা একটি ট্রাক ভাড়া করে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশে রওনা হন। বাংলামটর সিগন্যালে এলে হঠাৎ ট্রাকের পেছনের ডালা ভেঙ্গে ১০-১২ ছাত্র রাস্তায় পড়ে যান। তাদের মধ্যে ছয়জনকে ঢাকা মেডিক্যালে আনা হয়। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তারা হাত ও থুঁতনিতে আঘাত পেয়েছেন।
×