ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

প্রকাশিত: ০০:১৯, ১১ জানুয়ারি ২০১৬

পুজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। বেশিরভাগ কোম্পানির দর কমার কারণে বিনিয়োগকারীদের অংশগ্রহণও কমেছে সেখানে। চীনসহ বিশ্্ে¦র বিভিন্ন দেশের পুঁজিবাজারে সূচকের বড় ধরনের পতন স্বত্বেও বাংলাদেশের অর্থনীতির সব সূচক ইতিবাচক থাকায় বাজারে বড় ধরনের কোন পরিবর্তন আসেনি। তবে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে মিশ্র ধারায়। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সকালে সূচকের চাঙাভাবের মধ্যে দিয়ে লেনদেন শুরু করলেও বেলা বারোটার পর থেকে বিনিয়োগকারীদের মুনাফা তোলার দিকে নজর দিতে দেখা দেয়। একইসঙ্গে কমতে থাকে শেয়ারের ক্রেতা-বিক্রেতার সংখ্যা। দিনশেষে ডিএসইতে ৫২৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৮০ কোটি ৮৮ লাখ টাকা বা ১৩ শতাংশ কম। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৬০৮ কোটি টাকার শেয়ার। সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির শেয়ার দর। সকালে আগের দিনের তুলনায় সূচকের উর্ধগতি দিয়ে লেনদেন শুরুর পরে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৬৩ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৫৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১২১ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো - ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, সিটি ব্যাংক, এমারেল্ড অয়েল, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, আফতাব অটোমোবাইলস, আইপিডিসি, ইফাদ অটোস এবং ওরিয়ন ইনফিউশনস। এদিকে ঢাকার বাজারে সূচকের নিম্নমুখী প্রবণতা থাকলেও অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জে সূচকের মিশ্রাবস্থা দেখা গেছে। একইসঙ্গে সেখানে কমেছে লেনদেনের অংশ নেওয়া বিনিয়োগকারীদের পরিমাণ। দিনশেষে সিএসইতে ৩৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৩৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১২৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : আইটিসি, ইউনাইটেড পাওয়ার, বে´িমকো, রিজেন্ট টেক্সটাইল, এমারেল্ড ওয়েল, আইপিডিসি, ফার কেমিক্যাল, মবিল যমুনা, এ্যাপোলো ইস্পাত ও সিটি ব্যাংক।
×