ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট

প্রকাশিত: ২৩:৫৩, ১১ জানুয়ারি ২০১৬

শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ ক্রিকেট অঙ্গণে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনা এবং অতীতের মতো জাতীয় পর্যায়ে ক্রিকেটার তৈরির লক্ষে কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মরণে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। সোমবার দুপুরে স্টেডিয়াম মিলনায়তনে টুর্নামেন্টের ব্যাপক আয়োজনের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়। এ সময় টুর্নামেন্ট আয়োজন কমিটির সভাপতি জেলা মুক্তিযোদ্ধা যুব কমা-ের আহ্বায়ক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বলেন, টুর্নামেন্ট উদ্বোধনের আগেরদিন বিকেলে শহরে একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালি বের করাসহ ওইদিন সন্ধ্যায় স্টেডিয়ামে আকর্ষণী আতশবাজির আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন, সাত বছর পর ক্রিকেট টুর্নামেন্টকে নতুন প্রজন্মের কাছে আরো বেশি জনপ্রিয় করে তোলার লক্ষ্যেই এ টুর্মামেন্টের আয়োজন। জেলা ক্রীড়া সংস্থার অধীনে প্রথম বিভাগের ১২টি টিম নিয়ে বিপিএল এর আদলে এ টুর্নামেন্টটি হওয়ায় জাতীয় পর্যায়ের পৃষ্ঠপোষক, সংগঠক ও জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের পদচারণায় মুখরিত হবে কিশোরগঞ্জের ক্রীড়াঙ্গণ। আগামী ১৬ জানুয়ারি সকাল ১০টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি, বিশেষ অতিথি টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপি, রেজওয়ান আহমেদ তৌফিক এমপি, ফরহাদ হোসেন দোদুল এমপি ও জাতীয় ক্রিকেট দলের ফার্স্ট বোলার তাসকিন আহমেদ উপস্থিত থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এ সময় কিশোরগঞ্জ সদরের নবনির্বাচিত মেয়র বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মাহমুদ পারভেজ, টি টোয়েন্টি টুর্মামেন্ট কমিটির সম্পাদক এম.এ কব্বীহ পারভেজ, সাবেক জিএস এনায়েত করিম অমিসহ অন্যান্য ক্রীড়া সংগঠকবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
×