ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রতিবন্ধী অ্যাথলিটদের সমর্থনে ‘সুলতান’ সfলমfন খান

প্রকাশিত: ২২:৪০, ১১ জানুয়ারি ২০১৬

প্রতিবন্ধী অ্যাথলিটদের সমর্থনে ‘সুলতান’ সfলমfন খান

অনলাইন ডেস্ক॥ শারীরিক প্রতিবন্ধকতা যে সাফল্যের পথে অন্তরায় নয় তা আরও একবার প্রমাণ করলেন বডিবিল্ডারদের৷ আর তাঁদের এই সাফল্যের সঙ্গী হলেন ‘সুলতান’ সলমন খান৷ প্রতিবন্ধী অ্যাথলিটদের জন্য এ মঞ্চ তৈরি করে দিয়েছিলেন রাজের রাই৷ শারীরক প্রতিকূলতাকে জয় করেও যাঁরা নিজেদের সাফল্যের শিখরে নিয়ে যেতে পেরেছেন তাঁদের আত্মপ্রকাশের মঞ্চ হয়ে ওঠে এটি৷ বডি-বিল্ডিংয়েই আপাতত সীমাবদ্ধ ছিল এবারের প্রতিযোগিতা৷ নানা রাজ্য থেকে প্রতিবন্ধী অ্যাথলিটরা তাঁদের শক্তি, সাহস ও প্রতিভার পরিচয় রাখেন৷ পুরো প্রতিযোগিতায় সেরা হন শ্যাম সিং শেরা৷ তাঁর হাতে ট্রফি তুলে দেন সলমন৷ বিশেষ এই প্রতিযোগিতাকে সাধুবাদ জানান তিনি৷ তিনি নিজেও বডি বিল্ডিংয়ে আগ্রহী৷ বলিউডে যাঁরা এ বিষয়ে বহু আগে থেকেই কসরত করে চলেছেন, তাঁদের মধ্যে তিনি অন্যতম৷ আর তাই এই প্রতিযোগিতায় সেরার সম্মান তুলে দেওয়া তাঁর কাছে ‘স্পেশাল’ বলে জানিয়েছেন নায়ক৷ শুধু বিজয়ীর সম্মান তুলে দেওয়া নয়, অন্যান্য প্রতিযোগীর সঙ্গেও কথাবার্তা বলেন সলমন৷ এই মুহূর্তে ‘সুলতান’ ছবির শুটিংয়ে ব্যস্ত তিনি৷ সেই ব্যস্ততার ফাঁকেই চলে এসেছিলেন এই প্রতিযোগিতার আসরে৷ এ ছবিতে তাঁকে কুস্তিগীরের ভূমিকায় দেখা যাবে৷ ছবির প্রয়োজনে কুস্তিগীরের মতোই শরীর তৈরি করেছেন তিনি৷ বডি বিল্ডিংয়ের প্রতি তার টান যে কতখানি, তা তিনি জানিয়ে দিলেন প্রতিবন্ধী বডি বিল্ডারদের পাশে থেকেই৷
×