ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভরিতে স্বর্ণের দাম বৃদ্ধি ১২২৪ টাকা

প্রকাশিত: ২১:৩৬, ১১ জানুয়ারি ২০১৬

ভরিতে স্বর্ণের দাম বৃদ্ধি ১২২৪ টাকা

অনলাইন রিপোর্টার ॥ মাত্র এক মাসের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি পেলো। ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ১ হাজার ২শ’ ২৪ টাকা। আগমী বুধবার (১৩ জানুয়ারি) থেকে নতুন মূল্যে প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৪২ হাজার ৫শ’ ১৫ টাকায়। এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৪১ হাজার ২৯০ টাকা। সোমবার বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত বছরের ৫ ডিসেম্বর সবশেষ স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল। নতুন মূল্য তালিকায় ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি বিক্রি হবে ৪০ হাজার ৪শ’ ১৫ টাকায়। বর্তমান দাম ৩৯ হাজার ১শ’ ৯১ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণ ভরি প্রতি বিক্রি হবে ৩৩ হাজার ৭শ’ ৬৭ টাকায়। মঙ্গলবার পর্যন্ত এ মানের স্বর্ণের দাম থাকবে ৩২ হাজার ৫শ’ ৪২ টাকা। আর সনাতন পদ্ধতির ভরি প্রতি স্বর্ণ বিক্রি হবে ২২ হাজার ৬শ’ ৮৬ টাকা। বর্তমান দাম ২১ হাজার ৪শ’ ৬১ টাকা। স্বর্ণের পাশাপাশি দাম বেড়েছে রুপারও। প্রতি ভরিতে রুপার দাম ৫৮ টাকা বৃদ্ধি পেয়ে ৯৩৩ টাকায় বিক্রি হবে, যা আগে ছিল ৮৭৪ টাকা।
×