ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউতে অগ্নিনির্বাপক প্রশিক্ষণ উদ্বোধন

প্রকাশিত: ০৬:৩৪, ১১ জানুয়ারি ২০১৬

বিএসএমএমইউতে  অগ্নিনির্বাপক  প্রশিক্ষণ  উদ্বোধন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে রবিবার সকাল ৯টায় এ ব্লকের ক্লাসরুমে প্রথমবারের মতো ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল (অব) মোঃ আব্দুল মজিদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন কর্মসূচীতে বক্তব্য রাখেন এ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডাঃ মোঃ রুহুল আমিন মিয়া, প্রো-ভাইস-চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আলী আসগর মোড়ল। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডাঃ নাজমুল করিম মানিক। ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সর্বমোট ১১৮ জন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেবেন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদ্যাপন ॥ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে রবিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদ্যাপিত হয়েছে। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের নিচে স্থাপিত জাতির জনকের মুর‌্যলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খানের নেতৃত্বে শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। Ñবিজ্ঞপ্তি
×