ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গুলিস্তান থেকে ২০০ অবৈধ দোকান উচ্ছেদ করল ডিএসসিসি

প্রকাশিত: ০৬:৩৪, ১১ জানুয়ারি ২০১৬

গুলিস্তান থেকে ২০০ অবৈধ দোকান উচ্ছেদ করল ডিএসসিসি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলিস্তান এলাকায় কমপক্ষে ২০০ অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। রবিবার বেলা ১১টা থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ শুরু করে কয়েক ঘণ্টা চলে। এছাড়া ৩০ অস্থায়ী দোকানিকে জরিমানা করা হয়েছে। ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মোহাম্মদ নাজমুস সোয়েম বলেন, উচ্ছেদ হওয়া দোকানের মধ্যে ৫০ থেকে ৬০টি জামাকাপড়, জুতা ও ব্যাগের দোকান রয়েছে। এসব দোকানের মালামাল জব্দ করা হয়েছে। গোলাপশাহ মাজার এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। এরপর গুলিস্তান আন্ডারপাস এলাকা, মহানগর নাট্যমঞ্চের পশ্চিম পাশের সড়ক ও ফুটপাথ, ঢাকা ট্রেড সেন্টারের চারপাশ, মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচের অংশে অভিযান চালানো হয়। এ সময় উচ্ছেদ করা দোকানের মালামাল ডিএসসিসির কর্মীরা জব্দ করেন।
×