ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্য অধিদফতরের হেলথ বুলেটিনের তথ্য

সরকারী হাসপাতালে শয্যার সুষম বণ্টন হচ্ছে না

প্রকাশিত: ০৬:৩৩, ১১ জানুয়ারি ২০১৬

সরকারী হাসপাতালে শয্যার  সুষম বণ্টন হচ্ছে না

নিখিল মানখিন ॥ জনসংখ্যানুপাতে দেশের সরকারী হাসপাতালের শয্যাগুলোর সুষম বণ্টন হচ্ছে না। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সকলের জন্য উন্নতমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সুষ্ঠু পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে বিভাগওয়ারি জনসংখ্যা হিসেবে মেডিক্যাল কলেজ, সেকেন্ডারি ও টারশিয়ারি (জেলা, উপজেলা ও বিশেষায়িত) পর্যায়ের হাসপাতাল স্থাপন অত্যাবশ্যক। কিন্তু জনসংখ্যানুপাতে এসব হাসপাতাল স্থাপিত হচ্ছে না। বর্তমানে দেশে ১২৮টি সরকারী হাসপাতালে মোট শয্যা সংখ্যা ২৯ হাজার ২শ’ ৭৮টি। এর মধ্যে ঢাকা বিভাগে প্রায় অর্ধশত হাসপাতালে ১৩ হাজারেরও বেশি শয্যা রয়েছে। ঢাকা বিভাগে প্রতি ১৫ হাজার ৮শ’ ৮৮ জনের জন্য ১টি শয্যা বরাদ্দ রয়েছে। অপরদিকে খুলনা বিভাগে প্রতি ৪২ হাজার ৪শ’ ২১ জনের জন্য একটি শয্যা বরাদ্দ রয়েছে। জাতীয় গড় হিসেবে মেডিক্যাল কলেজে প্রতি ১২ হাজার ৩৯ জন ও টারশিয়ারি ও সেকেন্ডারি পর্যায়ের হাসপাতালে প্রতি ৯ হাজার ৫শ’ ৬৫ জনের জন্য ১টি করে শয্যা রয়েছে। সম্প্রতি স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত হেলথ বুলেটিন ২০১৫ তে এ তথ্য উঠে এসেছে। বর্তমানে দেশে ১২৮টি হাসপাতালের মধ্যে ১৩টি বক্ষব্যাধি হাসপাতালে শয্যা সংখ্যা ৮১৬টি। একইভাবে ১টি ডেন্টাল কলেজ হাসপাতালে ২০০টি, ৬৪টি জেলা সদর হাসপাতালে ১০ হাজার ২শ’ ৫০টি, ২টি অলটারনেটিভ মেডিসিন হাসপাতালে ২০০টি, ৫টি সংক্রামক ব্যাধি হাসপাতালে ১৮০টি, ৩টি কুষ্ঠ হাসপাতালে ১শ’ ৩০টি, ১৪টি মেডিক্যাল কলেজে ১২ হাজার ৯শ’ ৬৩টি, ৫টি ট্রমা সেন্টারে ১শ’টি, ৩টি ৫০ শয্যার হাসপাতালে ১শ’ ৫০টি, ১১টি বিশেষায়িত সেবা স্নাতকোত্তর ইনস্টিটিউট ও হাসপাতালে ৩ হাজার ১শ’ ৮৪টি, ৪টি বিশেষায়িত হাসপাতালে ৯শ’ ৫০টি ও অন্যান্য ৩টি হাসপাতালে ১৫৫টি শয্যা রয়েছে। ১৪টি সরকারী মেডিক্যাল কলেজে মোট ১২ হাজার ৯শ’ ৬৩ শয্যার মধ্যে ঢাকা বিভাগে ৫ হাজার ৫শ’ ৫০টি, চট্টগ্রামে ১ হাজার ৮শ’ ১৩টি, রাজশাহীতে ১ হাজার ৭শ’টি, রংপুরে ১ হাজার ৫শ’টি, বরিশালে ১ হাজার, সিলেট বিভাগে ৯শ’টি ও খুলনায় ৫শ’ শয্যা রয়েছে। অপরদিকে সেকেন্ডারি ও টারশিয়ারি পর্যায়ের হাসপাতালে মোট ১৬ হাজার ৩শ’ ১৫টি শয্যার মধ্যে ঢাকা বিভাগে ৭ হাজার ৭শ’ ৫৪টি, চট্টগ্রামে ২ হাজার ৩শ’ ৫০টি, রাজশাহীতে ১ হাজার ৬শ’ ৮০টি, খুলনায় ২ হাজার ১৫টি, রংপুরে ৯শ’ ৯০টি, বরিশালে ৬শ’ ৯০টি ও সিলেট বিভাগে ৮শ’ ৩৬টি শয্যা রয়েছে। স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত হেলথ বুলেটিনে আরও দেখা গেছে, ঢাকা বিভাগে মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রতি ৯ হাজার ২শ’ ৬০ জনের জন্য ১টি ও সেকেন্ডারি ও টারশিয়ারি হাসপাতালে ৬ হাজার ৬শ’ ২৮ জনের জন্য ১টি করে শয্যা রয়েছে। চট্টগ্রামে মেডিক্যাল কলেজে প্রতি ১৬ হাজার ৯শ’ ৮৫ জনের জন্য ১টি, সেকেন্ডারি ও টারশিয়ারি হাসপাতালে প্রতি ১৩ হাজার ১শ’ ৪ জনের জন্য ১টি শয্যা, খুলনা মেডিক্যাল কলেজে প্রতি ৩৩ হাজার ৯শ’ ৮৭ জনের জন্য ১টি, সেকেন্ডারি ও টারশিয়ারি হাসপাতালে প্রতি ৮ হাজার ৪শ’ ৩৪ জনের জন্য ১টি শয্যা, রাজশাহী মেডিক্যাল কলেজে প্রতি ১১ হাজার ৭শ’ ৮৪ জনের জন্য ১টি, সেকেন্ডারি ও টারশিয়ারি হাসপাতালে প্রতি ১১ হাজার ৯শ’ ২৪ জনের জন্য ১টি শয্যা, রংপুর মেডিক্যাল কলেজে প্রতি ১১ হাজার ৪শ’ ১ জনের জন্য ১টি, সেকেন্ডারি ও টারশিয়ারি হাসপাতালে প্রতি ১৭ হাজার ২শ’ ৭৪ জনের জন্য ১টি শয্যা, সিলেট মেডিক্যাল কলেজে প্রতি ১১ হাজার ৯শ’ ২১ জনের জন্য ১টি, সেকেন্ডারি ও টারশিয়ারি হাসপাতালে প্রতি ১২ হাজার ৮শ’ ৩৪ জনের জন্য ১টি শয্যা, বরিশাল মেডিক্যাল কলেজে প্রতি ৯ হাজার ১৫ জনের জন্য ১টি এবং সেকেন্ডারি ও টারশিয়ারি হাসপাতালে প্রতি ১৩ হাজার ৬৬ জনের জন্য ১টি শয্যা রয়েছে।
×