ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম বিমানবন্দরে ফাঁসির আসামি গ্রেফতার

প্রকাশিত: ০৫:৩৩, ১১ জানুয়ারি ২০১৬

চট্টগ্রাম বিমানবন্দরে  ফাঁসির আসামি  গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে র‌্যাবের অভিযানে গ্রেফতার হয়েছে হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত এক আসামি। তার নাম আনোয়ার আশরাফ। জেলার ফটিকছড়িতে এক বীমা কর্মকর্তাকে খুনের দায়ে তার বিরুদ্ধে এ রায় দেয়া হয়। রবিবার সকাল ১০টার দিকে র‌্যাবের একটি টিম বিমানবন্দর থেকে মোস্ট ওয়ান্টেড এ আসামিকে গ্রেফতার করে। র‌্যাব সেভেনের উপ-পরিচালক শাফায়েত জামিল জানান, ২০০৪ সালের ২ এপ্রিল ফটিকছড়ির কারবালা টিলা এলাকায় গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স ফটিকছড়ি ব্রাঞ্চের অফিসার নূর খালেক মাস্টারকে ছুরিকাঘাতে খুনের ঘটনায় যে মামলা হয়েছিল তাতে আসামি এই আনোয়ার আশরাফ। খুনের পর পুলিশী তদন্তে বেরিয়ে আসে যে, দুর্নীতির দায়ে তিনি এবং গোলাম মোস্তফা কালু নামের দুই কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত হয়েছিলেন। সে জের ধরে খুন করা হয়েছিল ওই বীমা কর্মকর্তাকে। রবিবার ঢাকা থেকে একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন আনোয়ার আশরাফ। গোপন তথ্যে এ খবর পেয়ে র‌্যাব সদস্যরা বিমানবন্দরেই তাকে গ্রেফতার করে। বীমা কর্মকর্তা হত্যা মামলায় গত ২ অক্টোবর আদালতে চার্জশীট জমা দিয়েছে পুলিশ। ২০০৯ সালের ১৬ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়। ২০১৪ সালের ১৯ আগস্ট ২৭ সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে আশরাফের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- কার্যকরের আদেশ দেন চট্টগ্রাম বিভাগীয় জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক মোঃ মমিনউল্লাহ। মামলার অপর আসামি গোলাম মোস্তফা কালু বেকসুর খালাস পেয়েছেন।
×