ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অন্যত্র দুর্ঘটনায় সাবেক এমপির স্বামীসহ নিহত ৬

গাজীপুরে দোকানে ঢুকে পড়ল চলন্ত ট্রাক ॥ হত ৩

প্রকাশিত: ০৫:৩১, ১১ জানুয়ারি ২০১৬

গাজীপুরে দোকানে ঢুকে পড়ল চলন্ত ট্রাক ॥  হত ৩

জনকণ্ঠ ডেস্ক ॥ পৃথক সড়ক দুর্ঘটনায় রবিবার গাজীপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইলের মির্জাপুর, নাটোর ও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৯ জন নিহত এবং অন্তত ১৪ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে দাদা-নাতি, সাবেক এমপির স্বামী, স্কুল শিক্ষক ও ওষুধ ব্যবসায়ী রয়েছেন। গাজীপুরে একটি ট্রাক দোকানে ঢুকে পাড়লে দাদা-নাতি নিহতের পর ঢাকা-বাইপাস সড়কে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। নাটোরে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিক-জনতা মহাসড়ক অবরোধ খারে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। গাজীপুর ॥ রবিবার দুপুরে এখানে একটি মালবাহী চলন্ত ট্রাক সড়কের পাশের দোকানে ঢুকে পড়ে। এতে দোকান ভেঙ্গে ট্রাকের নিচে চাপা পড়ে দোকান মালিক ও তার শিশু নাতিসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় দোকানের সামনে অপেক্ষমাণ অন্তত ১৪ জন আহত হয়েছে। এ ঘটনায় ঢাকা বাইপাস সড়কে প্রায় আড়াই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। নিহতরা হলো- জাকির হোসেনের ছেলে জোবায়েদ (৮ মাস), দাদা দোকান মালিক হাসান আলী (৭০) এবং মৃত সুরজত আলীর ছেলে বিশ্ব এজতেমা ফেরত ক্রেতা মোসলেম উদ্দিন (৬৫)। নিহত সবার বাড়ি গাজীপুর সিটি কর্পোরেশনের ধীরাশ্রম এলাকায়। জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা ও এলাকাবাসী জানান, রবিবার দুপুর সোয়া ১টার দিকে ঢাকা বাইপাস সড়কে গাজীপুরের ধীরাশ্রম রেলক্রসিং এলাকায় সিএনজি চালিত অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে চট্টগ্রাম থেকে বেপরোয়া গতিতে কালিয়াকৈরগামী সিরামিক্সের কাঁচামালবাহী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ট্রাকটি কয়েকজনকে চাপা দিয়ে সড়কের পাশে মাচার ওপর টিন দিয়ে স্থাপিত দু’টি দোকান ভেঙ্গে অপর একটি মুদি দোকানে ঢুকে পড়ে। পরে ট্রাকটি দোকান ভেঙ্গে নিচে খাদে পড়ে যায়। এ ঘটনায় মোসলেম ঘটনাস্থলেই নিহত ও অন্তত ১৪ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে হাসান আলী মারা যায়। আহত অন্যদের হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক হাসান আলীর নাতি জোবায়েদকে মৃত ঘোষণা করেন। রাজশাহী ॥ মহানগরীর ভদ্রা এলাকায় বাস চাপায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) অবসরপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) এমদাদুল হক সরকার (৬৫) নিহত হয়েছেন। রবিবার দুপুর সাড়ে ১২টায় মহানগরীর ভদ্রা স্মৃতি অম্লান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এমদাদুল হক সাবেক সংসদ সদস্য জাহান পান্নার স্বামী। প্রত্যক্ষদর্শীরা জানান, রাকাবের অবসরপ্রাপ্ত কর্মকর্তা রিক্সাযোগে ভদ্রা মোড় এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বগুড়া ॥ রবিবার বিকেলে গাবতলী উপজেলার সন্ধ্যাবাড়ি এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী খোরশেদ আলম (৫০) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। পুলিশ জানায়, বিকেলে গাবতলীর চাকলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক খোরশেদ আলম মোটরসাইকেল নিয়ে শহরের দিকে আসছিলেন। মির্জাপুর ॥ টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক চাপায় এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার উপজেলার মহেড়া ইউনিয়নের ফতেপুর-নাটিয়াপাড়া সড়কের ছাওয়ালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নাটোর ॥ পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশু ও প্রাণ এগ্রো কারখানার এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার সকালে সদর উপজেলার ডাকমারা গোরস্তান এবং লালমনিপুর এলাকায় সংঘটিত পৃথক দুটি দুর্ঘটনায় তারা নিহত হয়। নিহতরা হচ্ছে সদর উপজেলার লেঙ্গুরিয়া এলাকার সাদেক আলীর স্ত্রী ছাবিনা বেগম (৫০) এবং লালমনিপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে আরাফাত হোসেন (৪)। অপরদিকে, বেলা সাড়ে ১১টার দিকে শহরতলির দত্তপাড়া-ধরাইল আঞ্চলিক সড়কের লালমনিপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় আরাফাত হোসেন নামের এক শিশুর মৃত্যু হয়। সোনারগাঁ ॥ ঢাকা বাইপাস (মদনপুর-জয়দেবপুর) সড়কের সোনারগাঁ উপজেলার হাতুরাপাড়া এলাকায় রবিবার সকালে রাস্তা পারাপারের সময় মালবাহী ট্রাক চাপায় মোহাম্মদ আলী (৬৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
×