ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাহরাইনের বিপক্ষে বাংলাদেশ যুবাদের ম্যাচ ড্র

প্রকাশিত: ০৫:২২, ১১ জানুয়ারি ২০১৬

বাহরাইনের বিপক্ষে  বাংলাদেশ  যুবাদের ম্যাচ ড্র

স্পোর্টস রিপোর্টার, যশোর থেকে ॥ ভাল খেলেও মধ্যপ্রাচ্যের বাহরাইন ফুটবল দলকে হারাতে পারল না স্বাগতিক বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল। যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে রবিবার ‘বি’ গ্রুপের এই ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। গোল করেন বাংলাদেশের ইউসুফ সিফাত এবং বাহরাইনের জসিম আলী শেখ। বাংলাদেশের মিডফিল্ডার রুবেল মিয়া ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন। বাংলাদেশ অলিম্পিক দলের পরবর্তী খেলা আগামী ১৩ জানুয়ারি, ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, মালদ্বীপের বিরুদ্ধে, সন্ধ্যা সাড়ে ছয়টায়। আর বাহরাইনের পরের গ্রুপ ম্যাচ একই দিনে, একই ভেন্যুতে, বিকেল তিনটায়, কম্বোডিয়ার বিরুদ্ধে। ‘বি’ গ্রুপের মালদ্বীপ বনাম কম্বোডিয়া ম্যাচটি শামস-উল-হুদা স্টেডিয়ামে আজ বিকেল পৌনে তিনটায় অনুষ্ঠিত হবে। এই ম্যাচ দিয়েই শেষ হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপের যশোর পর্ব। মঙ্গলবার থেকে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে টুর্নামেন্টের বাকি পর্বের খেলাগুলো। সিনিয়রদের পদাঙ্ক ঠিকমতো অনুসরণ করতে পারল না জুনিয়ররা। বাগে পেয়েও বাহরাইন ফুটবল দলকে হারাতে পারল না বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল। ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে বাহরাইনের এক খেলোয়াড় লালকার্ড পেয়ে বহিষ্কৃত হলে বাংলাদেশ দল প্রচ- আক্রমণ শানিয়েও আরেকটি গোল পেতে ব্যর্থ হলে হতাশা বাড়ে। বাংলাদেশের স্প্যানিশ কোচ গঞ্জালো সানচেজ মরেনো বাহরাইনের বিরুদ্ধে ম্যাচ দিয়েই প্রথম পরীক্ষায় অবতীর্ণ হলেন তিনি। সে পরীক্ষায় মোটামুটি ভালই করেছেন তিনি। বাংলাদেশ দলের যুবাদের খেলায় বেশ আনন্দই পেয়েছে দর্শকরা। বেশ গতিশীল ও ক্ষিপ্র গতির ফুটবল খেলেছে তারা। পরিস্থিতি অনুযায়ী কখনও লম্বা পাসে, কখনও ছোট পাসে। একাধিক খেলোয়াড়কে দেখা গেছে একক চেষ্টায় খেলতে। শারীরিক সক্ষমতায় বাহরাইনের ফুটবলারদের চেয়ে পিছিয়ে থাকলেও অনেকটা সময় তাদের সঙ্গে পাল্লা দিয়েই খেলার চেষ্টা করেছে। এই টুর্নামেন্টে জাতীয় দলের পাশাপাশি অংশ নিচ্ছে বাংলাদেশ যুব দলও। আন্তর্জাতিক টুর্নামেন্টে জাতীয় দলের পাইপলাইনের খেলোয়াড়রা অংশগ্রহণের সুযোগ খুব কমই পেয়ে থাকেন। কিন্তু এবার ঘরের মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপের মতো আন্তর্জাতিক আসর হওয়ায় সুযোগটা কাজে লাগিয়েছে ফেডারেশন। ভবিষ্যতের কথা ভেবে খেলোয়াড়দের আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতাসমৃদ্ধ করতেই টুর্নামেন্টে দুটি দল খেলানোর সিদ্ধান্ত নেয় বাফুফে। ‘এটা আমার প্রথম আন্তর্জাতিক গোল। তাই আমি খুবই উত্তেজিত হয়ে পড়ি। তাই ওভাবে জার্সি খুলে ফেলেছিলাম। এতেই ভাগ্যে জোটে হলুদ কার্ড। খেলার এই ফলে আমি সন্তুষ্ট। তবে আমরা যেভাবে খেলেছি তাতে আসলে আমাদেরই জেতা উচিত ছিল।’ কথাগুলো বাংলাদেশ অলিম্পিক ফুটবল দলের একমাত্র গোলদাতা-এ্যাটাকিং মিডফিল্ডার ইউসুফ সিফাতের। রবিবার বঙ্গবন্ধু গোল্ডকাপে বাহরাইনের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে এমনটাই বলেন বাংলাদেশ দলের এই যুবা। পরের ম্যাচ প্রসঙ্গে সিফাতের ভাষ্য, ‘মালদ্বীপকে হারাতে পারলে আমাদের সেমিতে যাওয়ার পথ সুগম হবে। ওই পরিকল্পনা অনুযায়ীই আমরা পরবর্তী ম্যাচে জেতার চেষ্টা করব।’
×