ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পারলেন না ফেদেরার

ব্রিসবেন শিরোপা রাওনিকের

প্রকাশিত: ০৪:৩০, ১১ জানুয়ারি ২০১৬

ব্রিসবেন শিরোপা রাওনিকের

স্পোর্টস রিপোর্টার ॥ ব্রিসবেনে গতবার হেরে গিয়েছিলেন কানাডিয়ান টেনিস তারকা মিলোস রাওনিক। হেরে গিয়েছিলেন সুইজারল্যান্ডের তারকা রজার ফেদেরারের কাছে। এ বছর সেই ম্যাচটাই যেন আবার হলো। কিন্তু ফলাফলটা পাল্টে গেছে। এবার হেরে গেছেন ফেদেরার। ব্রিসবেন ইন্টারন্যাশনালের ফাইনালে রবিবার রাওনিক প্রতিশোধ নিয়েছেন সরাসরি ৬-৪, ৬-৪ সেটে ফেদেরারকে হারিয়ে। চ্যাম্পিয়ন হয়ে দারুণভাবে বছর শুরু করলেন রাওনিক, তবে শুরতেই হোঁচট খেলেন বিশ্বের সাবেক এক নম্বর ফেদেরার। রাওনিকের খেলার অন্যতম বৈশিষ্ট্য তিনি লম্বা সার্ভ করে থাকেন। এটিই তার মূল শক্তি। তবে ফেদেরার শুরু থেকেই রাওনিককে কোন ধরনের সুযোগ দেননি এগিয়ে যাওয়ার। চরম প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। তবে একবারই ভুল করেছেন ফেদেরার। আর সে সুযোগটা কাজে লাগিয়ে পঞ্চম গেমে ব্রেক পয়েন্ট জেতেন রাওনিক। শেষ পর্যন্ত ওই একটি ব্রেক পয়েন্ট জিতেই প্রথম সেটে ৬-৪ গেমে হারিয়ে দেন ফেদেরারকে। দ্বিতীয় সেটেও লড়াইটা একই ধরনের হয়েছে। একটি ব্রেক পয়েন্ট জিতে একই ব্যবধানে ফেদেরারকে হারিয়ে ম্যাচ জিতে যান রাওনিক। এবার রাওনিক ব্রেক পয়েন্ট জেতেন নবম গেমে। এ জয়ের মাধ্যমে শুধু বছরের প্রথম শিরোপাই হাতে তোলা হয়েছে রাওনিকের এমন নয়, বরং প্রতিশোধও নেন গত বছর ব্রিসবেনে ফেদেরারের কাছে পরাজয়ের। অবশ্য পুরো টুর্নামেন্টেই ফেদেরার শতভাগ ফিট না থেকেই খেলেছেন। অসুস্থতা নিয়ে খেললেও বেশ ছন্দেই ছিলেন এ সুইস তারকা এবং ধীরে ধীরে পরিপূর্ণ ভাল অবস্থায় ফিরছিলেন। কিন্তু রাওনিকের কাছে নিজেকে আর সেরা অবস্থানে রাখতে পারেননি। জিম্বাবুইয়ের দল ঘোষণা স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের বিপক্ষে চার ম্যাচের টি২০ সিরিজ খেলতে আজই ঢাকায় আসছে জিম্বাবুইয়ে। বিকেলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁ রেখে সেখান থেকেই যশোরে চলে যাবে জিম্বাবুইয়ে ক্রিকেট দল। যশোর থেকে টিম বাসযোগে খুলনায় যাবে। এ সিরিজে অংশ নিতে দল ঘোষণা করেছে জিম্বাবুইয়ের ক্রিকেট বোর্ড। ১৬ সদস্যের দল নিয়ে আসছে জিম্বাবুইয়ে। দলে আছেন এলটন চিগুম্বুরা, ম্যালকম ওয়ালার, পিটার মুর, সিকান্দার রাজা, গ্রায়েম ক্রেমার, হ্যামিল্টন মাসাকাদজা, রিচমন্ড মুটুমবামি, শন উইলিয়ামস, জাস্টিস চিভাভা, নেভিল মাদজিভা, লুক জংগে, টাওরাই মুজারাবানি, টেন্ডাই চিসোরো, ওয়েলিংটন মাসাকাদজা, ভুসিমুজি সিবান্দা ও ব্রায়ান ভিটরি। ‘ক্রিকেট ওয়ার্ল্ডের সেরা’ ডি ভিলিয়ার্স স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বখ্যাত স্পোর্টস ওয়েবসাইট ‘ক্রিকেট ওয়ার্ল্ডের’ জরিপে ২০১৫ সালের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকান তারকা এবি ডি ভিলিয়ার্স। এছাড়া ভিন্ন কয়েকটি ক্যাটাগরির জন্য ইংল্যান্ডের জো রুট, স্টুয়ার্ট ব্রড (সেরা মুহূর্ত) , জস বাটলার এবং অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ককে বেছে নেয়া হয়েছে। সাইটটি ভক্তদের ভোটে বর্ষসেরা, ব্যাটসম্যান, বোলার, উইকেটরক্ষক এবং দল নির্বাচন করে। ডি ভিলিয়ার্স একই সঙ্গে বর্ষসেরা এবং বর্ষসেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন। ব্যাটসম্যানের তালিকায় তার সঙ্গে যৌথভাবে জায়গা হয়েছে রুটের। স্টার্ক বর্ষসেরা বোলার, বাটলার উইকেটরক্ষক এবং বিশ্বজয়ী অস্ট্রেলিয়া হয়েছে বর্ষসেরা দল। গত বছর ওয়ানডেতে দ্রুততম হাফ সেঞ্চুরি, সেঞ্চুরি এবং দেড় শ’ রানের নতুন রেকর্ড গড়েন ডি ভিলিয়ার্স। তিন ভার্সনে ৩২ ম্যাচে ৫৯.৫১ গড়ে করেন ১৮৪৫ রান। ছিল ৬ সেঞ্চুরি ও ৮ হাফ সেঞ্চুরি। একই সময়ে ৬ সেঞ্চুরি ও ১৫ হাফ সেঞ্চুরিতে রুটের রান ২২২৮। ইংলিশ ব্যাটসম্যান টেস্ট-ওয়ানডে দুই ফরমেটেই দুরন্ত ব্যাটিং উপহার দেন। এই দু’জনের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নিউজিল্যান্ড তারকা কেন উইলিয়ামসন।
×