ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রোমা-মিলানের রোমাঞ্চকর ড্র

প্রকাশিত: ০৪:২৯, ১১ জানুয়ারি ২০১৬

রোমা-মিলানের রোমাঞ্চকর ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলছে এসি মিলান ও এস রোমা। শনিবার তাদের ম্যাচে তাই আলাদা করে দৃষ্টি ছিল সমর্থকদের। কিন্তু শেষ পর্যন্ত ড্রয়ে শেষ হলো মিলান-রোমার ম্যাচ। তবে নিজেদের মাঠে ম্যাচ শুরুর ৪ মিনিটেই এগিয়ে গিয়েছিল রোমা। ফ্রি-কিকে গোল করে দলকে এগিয়ে দেন এ্যান্তনিও রুডিজার। এর ফলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা। তবে বিরতির পরই সমতায় ফিরে এসি মিলান। জুরাজ কুসকার গোলে সমতায় ফিরে সফরকারীরা। এরপর আর কোন দল গোলের দেখা না পেলে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়। দীর্ঘ চার মাস ইনজুরিতে থাকার পর এই ম্যাচ দিয়েই দলে ফিরেন রোমার অভিজ্ঞ তারকা ফ্রান্সেস্কো টট্টি। দ্বিতীয়ার্ধে উমর সাদিকের বদলি খেলোয়াড় হিসেবে খেলতে নামেন তিনি। কিন্তু তার ফেরাও এদিন দলকে জয় উপহার দিতে পারেনি। দিনের অন্য ম্যাচে কার্পি ২-১ গোলে হারিয়েছে উদিনেসকে। আর অন্য ম্যাচে ল্যাজিও ৩-১ গোলে হারায় ফিওরেন্টিনাকে। মিলানের বিপক্ষে ড্র করা রোমা ৩৪ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে। আর ২৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে এসি মিলান। এই মৌসুমে ৩৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে ইন্টার মিলান। এদিকে ইন্টার মিলানের সঙ্গে চুক্তির মেয়াদ এক বছর বৃদ্ধি করেছেন আর্জেন্টিনার ফরোয়ার্ড রদ্রিগো প্যালাসিও। সিরি’এ ক্লাবের পক্ষ থেকেই এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ মৌসুমের শেষেই মিলানের সঙ্গে প্যালাসিওর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এক বছর চুক্তির মেয়াদ বৃদ্ধির ফলে ২০১৭ সালের জুন মাস পর্যন্ত ইন্টারেই থাকছেন তিনি। ২০১২ সালের জুলাই মাসে ইন্টার মিলানে যোগ দেন প্যালাসিও। ক্লাবের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এই তারকা ফুটবলার বলেন, ‘বিশ্বের সর্ববৃহৎ ক্লাবগুলোর একটি ইন্টার মিলান। আর এই ক্লাবের সঙ্গে আরও এক বছর কাটানো অনেক বড় কিছু। এক্ষেত্রে ক্লাব ও কোচের সমর্থন আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আর তাদের সমর্থন পাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অতীতের ন্যায় ক্লাবের জন্য আমি আমার সর্বোচ্চটাই দেয়ার চেষ্টা করবো।’
×