ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মালদ্বীপ-কম্বোডিয়া ম্যাচ দিয়ে আজ শেষ হচ্ছে যশোর পর্ব

প্রকাশিত: ০৪:২৯, ১১ জানুয়ারি ২০১৬

মালদ্বীপ-কম্বোডিয়া ম্যাচ দিয়ে আজ শেষ হচ্ছে যশোর পর্ব

স্পোর্টস রিপোর্টার, যশোর থেকে ॥ সাফ বনাম আসিয়ান। ‘রেড স্ল্যাপার্স’ বনাম ‘দ্য রয়্যাল খেমার্স’। মালদ্বীপ বনাম কম্বোডিয়া ফুটবল দলের নিকনেম। শামস-উল-হুদা স্টেডিয়ামে আজ বিকেল পৌনে তিনটায় এই দুই দলের ম্যাচ (গ্রুপ ‘বি’) দিয়েই শেষ হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপের যশোর পর্ব। ১৬০ ফিফা র‌্যাঙ্কিংধারী মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে ১৮০ ফিফা র‌্যাঙ্কিংধারী কম্বোডিয়ার চেয়ে। তিন ম্যাচের মোকাবেলায় দুবারই জিতেছে মালদ্বীপ। আর একটি ম্যাচ ড্র হয়। কম্বোডিয়া এখনও জয়ের দেখা পায়নি। রবিবার ম্যাচপূর্ব এক সংবাদ সম্মেলনে মালদ্বীপের নিউজিল্যান্ডার কোচ রিকি লয়েড হার্বাট বলেন, ‘দলটি তারুণ্যনির্ভর এবং বেশিরভাগ খেলোয়াড়ই নতুন। দলটিকে যুব দল বলা যেতে পারে। ভবিষ্যতের জন্য এবং অভিজ্ঞতা অর্জনের জন্যই মূলত তরুণদের দলে বেশি প্রাধান্য দেয়া হয়েছে। আমরা এখানে আসার আগে খুব বেশি সময় পায়নি প্রস্তুতির জন্য। তবে আগামী মাসে আমরা ভারতে এসএ গেমস ফুটবল খেলতে যাব। বঙ্গবন্ধু গোল্ডকাপ হচ্ছে আমাদের এস গেমসের জন্য প্রস্তুতির মঞ্চ।’ নিউজিল্যান্ডের হয়ে ১৯৮২ ফিফা বিশ্বকাপ খেলা রিকি আরও জানান, তার দলে সদ্য সমাপ্ত সাফ সুজুকি কাপের পাঁচ ফুটবলার আছে। সবশেষে তার ভাষ্য, ‘বঙ্গবন্ধু গোল্ডকাপে আমরা কঠিন গ্রুপে পড়েছি। তবে ভাল খেলে শেষ চারে যেতে আমাদের চেষ্টার কোন ত্রুটি থাকবে না।’ রবিবার কম্বোডিয়া ফুটবল দল অনুশীলন করে পুলিশ লাইন মাঠে। তবে মালদ্বীপ দল কোন অনুশীলন করেনি। ভ্রমণক্লান্তই এর কারণ। দলের সঙ্গে অনুশীলনে ব্যস্ত থাকায় কম্বোডিয়ার কোরিয়ান কোচ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে উপস্থিত হতে পারেননি। তার পরিবর্তে হাজির হন দলের ম্যানেজার চাইং পিসেড। তিনি বলেন, ‘এই টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য আমরা একটু দেরিতেই আমন্ত্রণ পেয়েছি। তারপরও এখানে আসতে পেরে খুশি। আমাদের লক্ষ্য ধাপে ধাপে অগ্রসর হতে।’ চাইং আরও জানান, কম্বোডিয়া দলে সত্তর শতাংশ ফুটবলার আছে যারা বিশ্বকাপ বাছাইপর্বে খেলেছে। কম্বোডিয়া দল তাদের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে গত বছরের ১৭ নবেম্বর জাপানের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইপর্বে। সে ম্যাচে তারা হেরে যায় ০-২ গোলে। আর মালদ্বীপ তাদের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে সাফ সুজুকি কাপে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর। সেমিফাইনালে তারা ২-৩ গোলে হেরে যায় স্বাগতিক ভারতের কাছে। মালদ্বীপ দলের সবচেয়ে বড় শক্তি তাদের কোচ। ১৯৮২ সালে স্পেনে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ফুটবল আসরের মূলপর্বে নিউজিল্যান্ড খেলার যোগ্যতা অর্জন করেছিল। সেই দলের হয়ে তিনি খেলেছিলেন ডিফেন্ডার হিসেবে।
×