ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চলছে মাশরাফিদের নিবিড় অনুশীলন

প্রকাশিত: ০৪:২৯, ১১ জানুয়ারি ২০১৬

চলছে মাশরাফিদের নিবিড় অনুশীলন

স্পোর্টস রিপোর্টার ॥ জিম্বাবুইয়ের বিপক্ষে চার ম্যাচের টি২০ সিরিজ শুরু হতে চারদিন বাকি আছে। হাতে থাকা সময়ের মধ্যেই নিজেদের গুছিয়ে নিতে হবে। সেই কাজটি ভালভাবেই করছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। খুলনায় নিবিড় অনুশীলন চলছে মাশরাফিদের। খুলনায় তীব্র শীত ও কুয়াশায় ঢাকা শহর। তাতেই মাশরাফি, সাকিব, মুশফিক, তামিম, মাহমুদুল্লাহরা অনুশীলন চালিয়ে যাচ্ছেন। রবিবার বিকালে শেখ আবু নাসের স্টেডিয়ামে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং অনুশীলন হয়। গভীর মনোযোগ দিয়েই চলছে অনুশীলন। এ সিরিজে ভাল করার উপরই যে নির্ভর করে এশিয়া কাপ টি২০ ও টি২০ বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া। তাইতো সাকিব, সৌম্যরা বোলিং মেশিনের মাধ্যমে নিবিড় ব্যাটিং চালিয়ে গেছেন। গত বছর জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজ দিয়েই বছর শেষ হয় বাংলাদেশের। ইনজুরির জন্য সেই সিরিজে খেলা হয়নি সৌম্য সরকারের। এবার সৌম্য চূড়ান্ত দলে আছেন। গত বছর বিশ্বকাপ থেকে শুরু করে জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ পর্যন্ত দুর্দান্ত সময় কাটে সৌম্যের। কিন্তু জিম্বাবুইয়ের বিপক্ষে খেলতে পারেননি। এরপর থেকেই সৌম্যকে আগের রূপে যেন খুঁজে পাওয়া যায়নি। ‘এ’ দলের হয়ে ভারত ও দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিলেন তিনি। কিন্তু প্রত্যাশা মেটাতে পারেননি। এবার তাই জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজে নৈপুণ্যের ধারাবাহিকতায় ফিরতে চান। বলেছেন, ‘অবশ্যই ভাল করার ব্যাপারে সব সময় আশাবাদী। চেষ্টা করব নিজের সেরাটা দেয়ার জন্য। আর আগের যেটা সেটা তো শেষ, সেটা তো ফিরে পাব না। তবে সামনের ম্যাচগুলো ভাল করার চেষ্টা করব।’ বিপিএল চলাকালীন সময়ে জাতীয় দলের কোচ হাতুরাসিংহে তাকে স্বাভাবিক খেলাটা খেলার পরামর্শ দিয়েছেন। সৌম্য বলেন, ‘খারাপ সময় থেকে বেরিয়ে আসার জন্য সব সময় প্র্যাকটিস করতে হবে। এখন প্র্যাকটিসের দিকে সব মনোযোগ আমার। খুলনায় প্র্যাকটিস শুরু হলো। প্র্যাকটিসের মধ্য দিয়ে বাজে সময় কাটানোর চেষ্টা করছি।’ সঙ্গে যোগ করেন, ‘যত বেশি ম্যাচ খেলব তত বেশি অভ্যস্ত হবো এ ফরম্যাটে। ম্যাচ খেললে নানা পরিস্থিতি সামনে আসে, তখন অভিজ্ঞতা হয়। আমার মনে হয় কিছু ম্যাচ খেললে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।’ জয় দিয়ে বছরটি শুরু করতে চান সৌম্য, নতুন বছরটাতে আমরা জয় দিয়ে শুরু করতে চাই।
×