ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ওয়ালটন জাতীয় রাগবি শুরু

প্রকাশিত: ০৪:২৭, ১১ জানুয়ারি ২০১৬

ওয়ালটন জাতীয়  রাগবি শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় গতকাল রবিবার থেকে পল্টন মাঠে শুরু হয়েছে ‘ওয়ালটন জাতীয় পুরুষ ও মহিলা রাগবি। তিনদিনব্যাপী এই প্রতিযোগিতা ১২ জানুয়ারি শেষ হবে। উদ্বোধনী খেলায় চট্টগ্রাম জেলা ও মুন্সীগঞ্জ জেলা দলের মধ্যে অনুষ্ঠিত হয়। ম্যাচে চট্টগ্রাম জেলা ১০-০ পয়েন্টে মুন্সীগঞ্জ জেলাকে পরাজিত করে। এছাড়া ফরিদপুর জেলা ৫-০ পয়েন্টে বাগেরহাট জেলাকে, নাড়াইল জেলা ২৫-৫ পয়েন্টে মুন্সীগঞ্জ জেলাকে পরাজিত করে। সকাল ১০.৫ মিনিটে সিরাজগঞ্জ জেলা ১০-৭ পয়েন্টে গাজীপুর জেলাকে পরাজিত করে। সকাল ১০.৩৫ মিনিটে নাড়াইল জেলা ২৪-০ পয়েন্টে মাদারীপুর জেলাকে পরাজিত করে। বেলা ১১.৫০ মিনিটে ঢাকা জেলা ৩০-০ পয়েন্টে রংপুর জেলাকে পরাজিত করে। দুপুর ১টায় বাংলাদেশ সেনাবাহিনী ৪৪-০ পয়েন্টে ফরিদপুর জেলাকে পরাজিত করে। বিকেল ৩টায় রংপুর জেলা ১৩-১০ পয়েন্টে সিরাজগঞ্জ জেলাকে পরাজিত করে। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সাতারু মিসেস লায়লা নুর বেগম। বাংলাদেশ রাগবি ফেডারেশনের (ইউনিয়ন) সহ-সভাপতি আব্দুল্লাহ আল জাহির স্বপন, সাধারণ সম্পাদক মৌসুম আলী। উদ্বোধনী অনুষ্ঠানে এক বক্তব্যে এফএম ইকবাল বিন আনোয়ার বলেন, ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় এটা পুরুষদের ষষ্ঠ জাতীয় রাগবি প্রতিযোগিতা হলেও মহিলাদের জন্য প্রথম।
×