ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোমাঞ্চিত সিফাত সন্তুষ্ট কোচ গঞ্জালো

প্রকাশিত: ০৪:২৭, ১১ জানুয়ারি ২০১৬

রোমাঞ্চিত সিফাত সন্তুষ্ট কোচ গঞ্জালো

স্পোর্টস রিপোর্টার, যশোর থেকে ॥ ‘এটা আমার প্রথম আন্তর্জাতিক গোল। তাই আমি খুবই উত্তেজিত হয়ে পড়ি। তাই ওভাবে জার্সি খুলে ফেলেছিলাম। তাই ভাগ্যে জোটে হলুদ কার্ড। খেলার এই ফলে আমি সন্তুষ্ট। তবে আমরা যেভাবে খেলেছি তাতে আসলে আমাদেরই জেতা উচিত ছিল।’ কথাগুলো বাংলাদেশ অলিম্পিক ফুটবল দলের একমাত্র গোলদাতা-এ্যাটাকিং মিডফিল্ডার ইউসুফ সিফাতের। রবিবার বঙ্গবন্ধু গোল্ডকাপে বাহরাইনের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে এমনটাই বলেন বাংলাদেশ দলের এই যুবা। দর্শকরা বাংলাদেশ দলের খেলা উপভোগ করেছে ঠিকই। তবে খেলায় আগে গোল করেও তার কিছুক্ষণ পরেই গোল হজম করার বিষয়টি অনেকেই ভালভাবে নিতে পারেননি। এ প্রসঙ্গে সিফাত বলেন, ‘এই ভুল আমাদের বারবার হচ্ছে। সিনিয়র দলের বেলাতেও হচ্ছে। এ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। গোলটা আমরা রক্ষণভাগের ভুলেই খেয়েছি। তবে ম্যাচে এমনটা হতেই পারে। অনেক বড় বড় ফুটবলাররাও এ ধরনের ভুল করেন। তবে আমরা প্রতিজ্ঞা করছি পরের ম্যাচে এ ধরনের আর কোন ভুল হবে না।’ বাংলাদেশ অলিম্পিক দলের পরবর্তী খেলা আগামী ১৩ জানুয়ারি, ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, মালদ্বীপের বিরুদ্ধে, সন্ধ্যা সাড়ে ৬টায়। এ ম্যাচ প্রসঙ্গে সিফাতের ভাষ্য, ‘মালদ্বীপকে হারাতে পারলে আমামের সেমিতে যাবার পথ সুগম হবে। ওই পরিকল্পনা অনুযায়ীই আমরা পরবর্তী ম্যাচে জেতার চেষ্টা করবো।’ বিশ্বখ্যাত স্প্যানিশ ক্লাব বার্সিলোনার সাবেক ফুটবলার এবং বার্সা যুব একাডেমির কোচ গঞ্জালো সানচেজ মরেনোর বাংলাদেশ অলিম্পিক দলের হয়ে এই প্রথম ডাগ আউটে দাঁড়ালেন। প্রথম পরীক্ষায় খুব একটা মন্দ করেননি তিনি। ম্যাচ শেষে তিনি সন্তোষ প্রকাশ করেন ম্যাচের ফলে। তবে সুযোগগুলো কাজে লাগাতে পারলে জয় পেতে পারতো বাংলাদেশ এমনই মত তার, ‘ম্যাচটা কঠিন ছিল। এই ফলে আমি খুশি। দল ভাল খেলেছে। দুতিনটা গোলের সুযোগ পেয়েছিলাম আমরা। সেটা কাজে লাগাতে পারলে আমরা জিততেও পারতাম।’ তবে ফল নিয়ে খুশি হলেও মাঠ নিয়ে খুশি নন স্প্যানিশ কোচ, ‘মাঠ খেলার তেমন উপযোগী নয়। স্বাভাবিক খেলাটা ছেলেরা খেলতে পারেনি। অবশ্য প্রতিপক্ষ দলেরও একই সমস্যা হয়েছে।’ দলের সহকারী কোচ সৈয়দ গোলাম জিলানী বলেন, ‘রুবেল ম্যাচসেরা হয়েছে সেটা ঠিক আছে। কিন্তু সে একটু বেশিই এককভাবে খেলতে চেয়েছে। যেটা অনেকের কাছেই স্বার্থপরের মতো মনে হতে পারে। তার বয়স কম। তাই এমনটা হতেই পারে। সে যদি অন্যদের একটু পাস দিয়ে খেলতো তবে ম্যাচের ফলটা হয়তো অন্যরকম হতে পারতো।’ বাহরাইনের কোচ মারজান ইদও সন্তুষ্ট তার শিষ্যদের পারফর্মেন্সে। তবে মাঠ নিয়ে অভিযোগ তারও, ‘এটা আমাদের প্রথম গ্রুপ ম্যাচ ছিল। ম্যাচটা অনেক কঠিন ছিল। জেতার ফিফটি-ফিফটি চান্স ছিল উভয় দলেরই। অনেকগুলো সুযোগ পেয়েছিলাম, সেগুলো কাজে লাগাতে পারিনি। সেটা পারলে জিততে পারতাম। তবে এখনও আমাদের সুযোগ আছে সেমিফাইনালে যাওয়ার। সেই লক্ষ্য নিয়েই পরবর্তী ম্যাচে নামবো।’
×