ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিরোপায় শুরু জোকোভিচের, হার নাদালের

প্রকাশিত: ০৪:২৭, ১১ জানুয়ারি ২০১৬

শিরোপায় শুরু জোকোভিচের, হার নাদালের

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন বছরের শুরুতেই দারুণ এক লড়াই দেখলো টেনিসপ্রেমীরা। দুই কঠিন প্রতিপক্ষ নোভাক জোকোভিচ আর রাফায়েল নাদালের ফাইনাল। কাতার ওপেনের শিরোপা যুদ্ধে অবশ্য আবারও জয় তুলে নিয়েছেন বিশ্বের এক নম্বর সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। আর শিরোপা জিততে না পারার আক্ষেপ দিয়েই শুরু হলো স্প্যানিশ তারকা বিশ্বের পাঁচ নম্বর নাদালের। একঘণ্টার কিছু বেশি সময় নিয়ে জোকোভিচ জিতেছেন ৬-১, ৬-২ সেটে। এ নিয়ে ৪৭ মোকাবেলায় ২৪ বারই নাদালকে হারিয়ে চরম প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে গেলেন জোকোভিচ। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন জোকোভিচ। টানা জয়ের মধ্যেই আছেন তিনি। কাতারে এটি ছিল তার একটানা ১৬তম ফাইনাল। অপরদিকে নাদাল যেন ক্রমশই অন্তরালে চলে গেছেন মূলত টানা ইনজুরির জন্য। তবে নতুন বছরের শুরুতেই দারুণভাবে ফেরার ইঙ্গিত দিয়েছেন এ স্প্যানিশ তারকা। কাতার ওপেনের ফাইনালে ওঠেন তিনি। সে জন্য তেমন বড় কোন প্রতিপক্ষের বিরুদ্ধে অবশ্য খেলতে হয়নি। মূল চ্যালেঞ্জ ছিল ফাইনালে। কারণ ফর্মের তুঙ্গে থাকা জোকোভিচ শিরোপা জয়ের ক্ষেত্রে বাধা। সেই চ্যালেঞ্জটা অনেক কঠিন নাদালের জন্য। কারণ অনেক এগিয়ে গেছেন জোকোভিচ এবং সাফল্যের দারুণ ধারাবাহিকতায় আছেন। নাদাল পিছিয়ে পড়েছেন অনেকটাই।
×