ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইউনাইটেডের ত্রাতা রুনি

সহজ জয়ে এফএ কাপের চতুর্থ পর্বে আর্সেনাল-ম্যানসিটি

প্রকাশিত: ০৪:২৬, ১১ জানুয়ারি ২০১৬

সহজ জয়ে এফএ কাপের চতুর্থ পর্বে আর্সেনাল-ম্যানসিটি

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়েন রুনিই বাঁচালেন ম্যানচেস্টার ইউনাইটেডকে। তার করা শেষ মুহূর্তের পেনাল্টি থেকে পাওয়া গোলেই কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলরা। শনিবার শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলে জিতে এফএ কাপের চতুর্থ রাউন্ডের টিকিটও নিশ্চিত করল লুইস ভ্যান গালের শিষ্যরা। এদিন জয়ের দেখা পেয়েছে আর্সেনালও। আর্সেন ওয়েঙ্গারের দল ৩-১ গোলে সান্ডারল্যান্ডকে উড়িয়ে দিয়ে চতুর্থ পর্বে জায়গা করে নেয়। নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে শেফিল্ডকে আতিথিয়েতা জানায় ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ম্যাচে নির্ধারিত সময়ে সমর্থকদের হতাশ করে রেড ডেভিলরা। তৃতীয় বিভাগের দল শেফিল্ডের বিপক্ষেও এদিন পেরে উঠতে পারছিল না ম্যানইউ। গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে ৯০ মিনিটেরও বেশি। ম্যাচের নির্ধারিত সময়ের পর দায়িত্বপ্রাপ্ত রেফারি অতিরিক্ত পাঁচ মিনিটের সময় বেঁধে দেন। আর ৯৩ মিনিটে মেম্পিস ডিপে আক্রমণে গেলে ফাউল করেন শেফিল্ড ফুটবলাররা। এর ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর পেনাল্টির সহজ সুযোগ মোটেও মিস করেননি ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক রুনি। দলের এমন পারফরমেন্সে সন্তুষ্ট রেড ডেভিলদের ডাচ কোচ ভ্যান গাল। কারণ দল হিসেবে সান্ডারল্যান্ড খুবই শক্তিশালী। এ বিষয়ে তিনি বলেন, ‘এরকম একটি শক্তিশালী দলের বিপক্ষে খেলাটা সবসময়ই কঠিন। তারা ১০ জন নিয়ে ডিফেন্স করে আর বলের পেছনে থাকে ১১ জন খেলোয়াড়।’ দিনের অন্য ম্যাচে সহজ জয় পেয়েছে আর্সেনাল। আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা ঘরের মাঠ এ্যামিরেটস স্টেডিয়ামে ৩-১ গোলের বড় ব্যবধানে হারায় সান্ডারল্যান্ডকে। গানারদের জয় উপহার দিতে গোল করেছেন জোয়েল ক্যাম্পবেল, এ্যারন রামসে এবং অলিভার জিরাউড। আর লিন্সের হয়ে একমাত্র গোলে ব্যবধান কিছুটা কমে সান্ডারল্যান্ডের। তবে প্রথম এগিয়ে গিয়েছিল সান্ডারল্যান্ডই। ম্যাচের ১৭ মিনিটে আর্সেনালের অভিজ্ঞ গোলরক্ষক পিওতর চেককে ফাঁকি দিয়ে প্রথম লিড নেয় সফরকারীরা। সতীর্থ গিবসের ব্যাক পাসে গোল আদায় করে নেন সান্ডারল্যান্ডের লিন্স। তবে, বেশিক্ষণ অতিথিদের লিড ধরে রাখতে দেননি আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। ম্যাচের ২৫ মিনিটেই গানারদের সমতায় ফেরান ক্যাম্পবেল। থিও ওয়ালকটের সহায়তা থেকে দলকে সমতায় ফেরান গানারদের এই তারকা ফুটবলার। এরপর সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল। তবে দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে স্বাগতিকরা। ম্যাচের ৭২ মিনিটে বেলেরিনের সহায়তা থেকে গোল করেন দুর্দান্ত ফর্মে থাকা এ্যারন রামসে। আর একই যোগানদাতার দারুণ পারফর্মে ৭৫ মিনিটে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন অলিভার জিরাউড। পিছিয়ে পড়েও বড় জয়-কোচ ওয়েঙ্গার তো দারুণ তৃপ্ত। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের দারুণ ঐক্যবদ্ধ পারফরমেন্সের কথাই স্বীকার করেছেন আর্সেন ওয়েঙ্গার। তিনি বলেন, ‘পিছিয়ে পড়েও ম্যাচে ফেরাটা ছিল আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ। আসলে খেলোয়াড়রা দারুণভাবে সাড়া দিয়েছে। তারা প্রমাণ করেছে যে দলটা দারুণ সংঘবদ্ধ।’ এফ কাপে সহজ জয়ে পরের রাউন্ডের টিকিট নিশ্চিত করেছে ম্যানুয়েল পেলেগ্রিনির ম্যানচেস্টার সিটিও। ইংলিশ প্রিমিয়ার লীগের ফেবারটি ম্যানসিটি এদিন ৩-০ গোলে রীতিমতো উড়িয়ে দেয় নরউইচ সিটিকে। নরউইচের ঘরের মাঠে আতিথ্য নেয়া সিটিজেনদের হয়ে গোল করেন আর্জেন্টাইন তারকা সার্জিও এ্যাগুয়েরো, ইহেনাচো এবং ডি ব্রুইন। নরউইচ সিটির বিপক্ষে ম্যাচের ১৬ মিনিটে লিড নেয়া গোল করেন আর্জেন্টাইন তারকা সার্জিও এ্যাগুয়েরো। রাহিম স্টার্লিংয়ের বানানো বলে গোল আদায় করেন তিনি। আর ৩১ মিনিটে এই এ্যাগুয়েরোরই বাড়ানো বলে নাইজেরিয়ান তারকা ইহেনাচো গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। আর ৭৮ মিনিটে গঞ্জালেজের সহায়তায় দলের তৃতীয় গোলটি করেন সিটির বেলজিয়ান তারকা ডি ব্রুইন।
×