ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শহীদ সাঈদের জন্মবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ

প্রকাশিত: ০৪:১৬, ১১ জানুয়ারি ২০১৬

শহীদ সাঈদের জন্মবার্ষিকী  উপলক্ষে স্মৃতিচারণ

চিকিৎসা বিজ্ঞানী, হামদর্দ এর অন্যতম প্রতিষ্ঠাতা ওয়াকিফ মোতাওয়াল্লী শহীদ হাকীম মোহাম্মদ সাঈদ-এর ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হামদর্দ ল্যাবরেটরিজের (ওয়াক্ফ) চীফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক এবং হামদর্দ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়ার সভাপতিত্বে স্মৃতিচারণ ও দোয়া মাহফিলে অংশ নেন হামদর্দের সিনিয়র পরিচালক বিপণন ও মোতাওয়াল্লি ড. হাকীম রফিকুল ইসলাম, পরিচালক অর্থ ও হিসাব মোঃ আনিসুল হক, পরিচালক প্রশাসন অধ্যাপক হাকীম শিরী ফরহাদ, পরিচালক হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকল্প মেজর (অব.) ইকবাল মাহমুদ চৌধুরী, মোতাওয়াল্লি ও পরিচালক এইচআরডি ডাঃ হাকীম নার্গিস মার্জান, পরিচালক বিক্রয় সাইফুদ্দিন মুরাদ ভূঁইয়াসহ হামদর্দের কর্মকর্তা কর্মচারীব্ন্দৃ। পরে কেক কাটা এবং তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। -বিজ্ঞপ্তি কৃষি বিশ^বিদ্যালয় ও গ্যাস সংযোগ দাবিতে বিক্ষোভ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর উন্নয়নের স্বার্থে গ্যাসের সংযোগ পুনরায় চালু, হাসপাতালে স্বাস্থ্যসেবা নিশ্চিত ও রাজশাহী কৃষি বিশ্ববিদ্যালয় চালুর জোর জাবি জানিয়েছে সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। রবিবার বেলা ১১টা থেকে দুই ঘণ্টাব্যাপী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা এ দাবি জানান। একই সমাবেশ থেকে রাজশাহী-আব্দুলপুর ডুয়েল রেলপথ স্থাপনের দাবি জানানো হয়েছে। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে রাজশাহীর সর্বস্তরের নারী-পুরুষরাও ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেন। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেনÑ পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, ডাঃ আব্দুল মান্নান, সংগঠনের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু প্রমুখ। মোড়ক উন্মোচন নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ১০ জানুয়ারি ॥ ভালুকায় খোন্দকার শাহিদুল হকের শিশুতোষ গল্পগ্রন্থ ‘জাইমের লাল ঘুড়ি’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। রবিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত হোসেনের পরিচালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু প্রমুখ। গোডাউন ভস্মীভূত স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শনিবার রাতে বগুড়া বিআরটিসি মার্কেটের একটি দোকানের গোডাউন আগুনে পুড়ে গেছে। এতে ২০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়। ব্যবসায়ীরা জানান, রাত সোয়া ১০টার দিকে বিআরটিসি মার্কেটের পেছনের অংশের দ্বিতীয় তলায় তাবাসসুম ক্রোকারিজ নামে একটি দোকানের গোডাউনে আগুন লাগে। ইবি উপ-উপাচার্যের পদত্যাগ ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান পদত্যাগ করেছেন। জানা যায়, রবিবার শিক্ষা সচিব বরাবর উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান পদত্যাগপত্র জমা দেন। তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ বলেন, রবিবার সকালে শিক্ষা মন্ত্রণালয় থেকে উপ-উপাচার্যের পদত্যাগের বিষয়টি জানানো হয়েছে। এছাড়া তিনি ইংরেজী বিভাগে অধ্যাপক হিসেবে যোগদানের জন্য আলাদাভাবে আবেদন করেছেন। উল্লেখ্য, ২০১৩ সালের ১৯ ফেব্রুয়ারি অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কোচিং বাণিজ্য বন্ধের দাবি নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১০ জানুয়ারি ॥ কোচিং বাণিজ্য বন্ধের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন ঐক্য পরিষদ। রবিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর ঘুরে পোস্টঅফিস মোড়ে ফিরে মানববন্ধনে মিলিত হয়। সেখানে কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন ঐক্য পরিষদের আহ্বায়ক বিনয়কৃষ্ণ বিশ্বাস, সদস্য সচিব রাজু আহমেদ মিজানসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শীতবস্ত্র বিতরণ নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১০ জানুয়ারি ॥ বর্ণের হাতেখড়ি সংগঠনের উদ্যোগে চট্টগ্রামের পটিয়ায় পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টায় পৌর সদরের মুন্সেফ বাজারের ঝরেপড়াদের বিদ্যানিকেতনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। বর্ণের হাতেখড়ি সংগঠনের সাধারণ সম্পাদক ব্যাংকার রশীদ এনামের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনÑ নবনির্বাচিত কাউন্সিলর ও সাবেক ছাত্রনেতা গোফরান রানা। বগুড়ায় আকিজ গ্রুপের ডিপোতে ডাকাতি স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ায় শহরতলির ছিলিমপুর এলাকায় আকিজ গ্রুপের ডিপো অফিসে ডাকাতি হয়েছে। দুর্বৃত্তরা স্টোর রুমের ভোল্ট ভেঙ্গে প্রায় ১২ লাখ টাকা নিয়ে যায়। ডাকাতির সময় মারপিটে দুই জন আহত হয়। এরা হলো-ইমদাদুল ও শাজাহান। বাইপাস সড়কের ছিলিমপুর এলাকায় আকিজ কর্পোরেশেন আকিজ ফুড এ্যান্ড বেভারেজের পাশাপাশি দুটি ডিপো অফিস রয়েছে। ডিপো কর্মকর্তারা জানান, শনিবার রাত আড়াইটার দিকে ৭-৮ জনের ডাকাত দল জানলার গ্রিল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। তাদের সঙ্গে ছিল ভোল্ট কাটার জন্য গ্যাসসহ অন্য যন্ত্রপাতি। তারা প্রথমে আকিজ কর্পোরেশন ডিপোর (সিগারেট) ভিতরে প্রবেশ করে। দুর্বৃত্তরা গার্ড, গাড়ির চালক ও হেলপারসহ ৬ জন স্টাফকে বেঁধে মারপিট ও ইনজেকশন দেয়। পরে ৬টি স্টোর রুমের তালা ভাঙ্গে। এর মধ্যে একটি স্টোর রুমের ভিতরে থাকা ২টি ভোল্ট ভেঙ্গে ১১ লাখ ৬৯ হাজার টাকা লুট করে নেয়। ডিপো কর্মকর্তারা জানান, গ্যাস কাটার দিয়ে দুর্বৃত্তরা ভোল্ট ভাঙ্গে। নওগাঁয় ব্যবসায়ীর বাড়িতে নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, শনিবার রাতে বদলগাছী উপজেলার পল্লীতে ডাকাতি হয়েছে। ডাকাতরা বাড়ির লোকজনদের মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে ৩ লাখ টাকা, ১৮ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও ২টি মোটরসাইকেল লুট করে নিয়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার সম্পদ লুট হয়েছে বলে গৃহস্বামী দাবি করেছেন। ভিডিপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপি’র প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৩৬তম জাতীয় সমাবেশের উদ্বোধনী শুক্রবার আনসার ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে অনুষ্ঠিত হয়। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোঃ নাজিম উদ্দীন পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মুহম্মদ নুরুল আলম এনডিসি, পিএসসি, উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্নেল এ কে এম আসিফ ইকবাল, উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) এ কে এম মিজানুর রহমান, উপ-মহাপরিচালক (আনসার ও ভিডিপি একাডেমি) ড. ফোরকান উদ্দিন আহাম্মদ, উপ-মহাপরিচালক (অপারেশন) দিলীপ কুমার বিশ্বাস তাঁকে স্বাগত জানান। মহাপরিচালক আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে, কেক কেটে ও উদ্বোধনী ভাষণ প্রদানের মাধ্যমে ভিডিপি’র প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৩৬তম জাতীয় সমাবেশের উদ্বোধন করেন। -বিজ্ঞপ্তি উখিয়ায় অস্ত্রের মুখে ছাত্রীকে অপহরণ স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ার মরিচ্যা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রীকে (১৩) স্কুলে যাওয়ার পথে বখাটেরা অস্ত্রের মুখে জোরপূর্বক অপহরণ করে নিয়ে গেছে। সে মধ্যম হলদিয়া সিকদার পাড়ার দিদারুল আলম সিকদারের মেয়ে। গত বৃহস্পতিবার সকাল ৯টায় এ ঘটনা ঘটলেও সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করে কোথাও সন্ধান না পেয়ে উখিয়া থানায় অভিযোগ দায়ের করেন অপহৃত ছাত্রীর পিতা। তিনি জানান, পূর্বশক্রতার জের ধরে স্থানীয় বদিউর রহমানের পুত্র জিয়াউল হক, কাদির হোসেনের পুত্র ফকির আহমদসহ ৫-৬ জনের একটি বখাটে চক্র সকালে আমার মেয়ে স্কুলে যাওয়ার পথে গতিরোধ করে অস্ত্রের মুখে জোরপূর্বক একটি সিএনজি গাড়িতে তুলে নিয়ে যায়। রূপগঞ্জে অপহৃত ব্যবসায়ী উদ্ধার নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১০ জানুয়ারি ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকা থেকে অপহৃত ব্যবসায়ী মনির হোসেনকে খাগড়াছড়ি জেলার পানছড়ি দম দম এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। ব্যবসায়ী মনির হোসেন রূপগঞ্জ উপজেলার কলাতলি এলাকার মৃত আফফর আলীর ছেলে। এসময় শাহীন মিয়া (১৮) নামে এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত শাহীন মিয়া খাগড়াছড়ি জেলার পানছড়ি এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
×