ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খাদ্যগুদামে দুর্গন্ধ চাল না ঢোকানোর নির্দেশ

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১৫, ১১ জানুয়ারি ২০১৬

টুকরো খবর

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ উলিপুর খাদ্যগুদামে দুর্গন্ধযুক্ত খাবার অযোগ্য চাল না ঢুকানোর নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। রবিবার জনকণ্ঠে এ খবর প্রকাশিত হওয়ার পর বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ও উপজেলা নির্বাহী অফিসার উলিপুর এসব চাল গুদামে না তোলার জন্য সংশ্লিষ্ট গুদাম কর্মকর্তাকে নির্দেশ দেন। জানা গেছে, ঠাকুরগাঁও খাদ্যগুদামে ক্রয় করা খাবার অযোগ্য ময়লাযুক্ত চাল প্রোগাম করে উলিপুর উপজেলা খাদ্যগুদামসহ জেলার বিভিন্ন খাদ্যগুদামে পাঠানো হচ্ছিল। গত শনিবার বিষয়টি জানাজানি হলে বিভিন্ন দৈনিকে প্রচার হয়। রবিবার রংপুর অঞ্চলের বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ আল মামুন তাৎক্ষণিকভাবে এসব চাল গুদামে না ঢুকানোর জন্য সংশ্লিষ্ট গুদাম কর্মকর্তাদের নির্দেশ দেন। এসব নি¤œমানের চাল ক্রয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার কথাও জানান তিনি। শিবচরে ব্যবসায়ী হত্যা বিচার দাবিতে মহাসড়ক অবরোধ নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১০ জানুয়ারি ॥ শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাঁচামারা বাদশাকান্দি গ্রামের এক ব্যবসায়ীকে হত্যার বিচারের দাবিতে রবিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের আড়িয়াল খাঁ সেতুর পূর্ব পাশে মানববন্ধন ও ঢাকা-খুলনা মহাসড়কে এক ঘণ্টা অবরোধ পালন করেন এলাকাবাসী। পুলিশ আসামিদের ধরার আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়। মানববন্ধনে নিহত তোফাজ্জেল মাদবর হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে খুনীদের ফাঁসির দাবি করে এলাকাবাসী। নিহতের মা মতি বেগম বলেন, আমার ছেলেকে তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা খুন করেছে। আমি প্রশাসনের কাছে অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বরিশালে পুকুর রক্ষার দাবিতে গণঅনশন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর দুইশ’ বছরের পুরানো ঐতিহ্যবাহী সেন্ট পিটার চার্চের পুকুর ভরাট করে আদালত ভবন নির্মাণের প্রতিবাদে গণঅনশন করেছে খ্রীস্টান সম্প্রদায়। অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বরিবার দুপুর ১২টায় শুরু হওয়া অনশন কর্মসূচী চলে বিকেল তিনটা পর্যন্ত। এ সময় অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্যে সেন্ট পিটার চার্চের ফাদার রেভারেন্ড শান্তি ম-ল বলেন, দুই শতাধিক বছর ধরে এই পুকুরটি চার্চের সম্পত্তি। এ যাবতকালে সরকারের প্রতিটি ভূমি জরিপে চার্চের নামে রেকর্ড হয়েছে। তারপরও বেআইনীভাবে আইনজীবীরা আদালত ভবন নির্মাণের জন্য আমাদের চার্চের পুকুরটি ভরাট করেছে। এর প্রতিকারে উচ্চ আদালতে রীট করলে তা শুনানি পর্যায়ে থাকা সত্ত্বেও আইনে তোয়াক্কা না করে আইনজীবীরা এখন ভবন নির্মাণের কার্যক্রম করছেন। ৭২ শতক জমির এ পুকুরটি উদ্ধারে সরকারের কাছে অনুরোধ করেন ধর্মযাজক শান্তি মন্ডল। সমাবেশে আরও বক্তব্য রাখেন প্রিন্স ভব বিশ্বাস, রবার্ট নিপু অধিকারী, সুমন হালদার প্রমুখ। স্কুলছাত্রের আত্মহত্যা বরিশালে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে রবিবার সকালে বিষপানে আত্মহত্যা করেছে চতুর্থ শ্রেণীর ছাত্র গোবিন্দ রায় (১০)। ঘটনাটি ঘটেছে আগৈলঝাড়া উপজেলার সোমাইরপাড় গ্রামে। পুলিশ জানায়, বারপাইকা গ্রামের গোপাল রায়ের পুত্র সোমাইরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র গোবিন্দ রায় সোমাইপাড় গ্রামের নারায়ণ রায়ের তার নানাবাড়িতে থেকে লেখাপড়া করত। পড়াশুনায় মনোযোগী না হওয়ায় রবিবার সকালে তার বাবা-মা গোবিন্দকে গালমন্দ করে। হবিগঞ্জে আরএফএল ‘ড্রিংকইট’-এর মোড়ক উন্মোচন করলেন মৌসুমী নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১০ জানুয়ারি ॥ রাতের শীতল ছোঁয়ায় হাজার হাজার উৎসুক সঙ্গীতপ্রেমী নারী-পুরুষের উপস্থিতি আর মনমুগ্ধকর আলোর ঝলকানোর মধ্য দিয়ে শনিবার রাতে প্রাণ-আরএফএল গ্রুপের পানি বিশুদ্ধকরণ ফিল্টার ‘ড্রিংকইট’ এর মোড়ক উন্মোচন করেন চিত্রনায়িকা মৌসুমী। এ উপলক্ষে হবিগঞ্জ স্টেডিয়ামে প্রাণ ফ্রুটোর সৌজন্যে আয়োজন করা হয় এক জমকালো কনসার্ট। এতে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের এমপি এ্যাডভোকেট আলহাজ মোঃ আবু জাহির। এছাড়া বিশেষ অতিথি ছিলেন জনপ্রিয় কন্ঠ শিল্পী মমতাজ বেগম, জেলা প্রশাসক সাবিনা আলম, এসপি জয়দেব কুমার ভদ্র, এমপি পত্মী আলেয়া জাহির, জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি ফরহাদ হোসেন কলি প্রমুখ। কনসার্টে সঙ্গীত পরিবেশন করে কন্ঠ শিল্পী মমতাজ, ক্লোজ আপ ওয়ান তারকা রিংকু, সজল, সিটি ও টিনা মোস্তারী কয়েখ হাজার সঙ্গীতপ্রেমী নারী-পুরুষকে মাতিয়ে রাখেন। আইনজীবীদের আদালত বর্জন অব্যাহত ॥ লক্ষ্মীপুরে দুর্ভোগ চরমে নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১০ জানুয়ারি ॥ লক্ষ্মীপুরে আইনজীবী সমিতির সম্প্রসারিত নতুন ভবন নির্মাণকে কেন্দ্র করে ষষ্ঠ দিনের মতো রবিবার দুপুরে আইনজীবীদের আদালত বর্জন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা শত শত বিচার প্রার্থী পড়েছে চরম দুর্ভোগে। এদিন দুপুরে আদালত চত্বর থেকে আইনজীবী সমিতির উদ্যোগে একটি মিছিল বের করেন আইনজীবীরা। পরে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ করে আদালত প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুর নুর, সাধারণ সম্পাদক রফিকউল্যা, সহ-সভাপতি হারুনুর রশিদ ব্যাপারীসহ আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও আইনজীবীরা। এ নিয়ে দু’পক্ষের মধ্যে দেখা দিয়েছে উত্তেজনা। অপ্রীতিকর ঘটনায় এড়াতে আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, আইনজীবী সমিতির সম্প্রসারিত নতুন ভবন নির্মাণের কাজ ২ জানুয়ারি নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বন্ধ করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আইনজীবী সমিতি কোর্ট বর্জনের ঘোষণা দেয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ১০ জানুয়ারি ॥ রবিবার দুপুরে পৌর সদরের স্টেশন রোডে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং হোটেল মালিকদের কাছ থেকে ২১ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. খায়রুজ্জামান পচা ও বাসি খাবার বিক্রির অভিযোগে হোটেল মালিক চান মিয়া, তারা মিয়া, বাবলু, ব্যবসায়ী শফিকুল ইসলাম, হাবিবুর রহমান ও দিপু মেশিনারীজকে এ দ- প্রদান করেন। চোখের ছানি অপারেশন ক্যাম্প নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১০ জানুয়ারি ॥ দরিদ্র ও অসহায় রোগীদের জন্য শেরপুরের শ্রীবরদী উপজেলার টেংগরপাড়া উচ্চ বিদ্যালয়ে চোখের ছানি অপারেশন ও লেন্স সংযোজন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ মাহবুবুর রহমান সুজার সৌজন্যে ময়মনসিংহের কে জামান বিএনএসবির সহযোগিতায় রবিবার ওই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাসরিন রহমান। নেত্রকোনায় কার্গো চালকের লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১০ জানুয়ারি ॥ জেলার খালিয়াজুরি উপজেলার ধনু নদী থেকে রবিবার এক কার্গো মাস্টারের (চালক) লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম একিন আলী (৩৫)। বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার হরিপুর গ্রামে। জানা গেছে, গত বৃহস্পতিবার খালিয়াজুরি উপজেলার লেপসিয়া বাজারঘাট থেকে মালামাল বোঝাই করে একটি কার্গো ফরিদপুরের উদ্দেশে যাত্রা শুরু করে।
×