ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে চাঁদাবাজিতে বাধা ॥ পুলিশের অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা

প্রকাশিত: ০৪:১৫, ১১ জানুয়ারি ২০১৬

টঙ্গীতে চাঁদাবাজিতে বাধা ॥ পুলিশের অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ১০ জানুয়ারি ॥ টঙ্গীতে আখেরি মোনাজাত শেষে হাজার হাজার মানুষের সামনে ৩ পুলিশের কাছ থেকে চাঁদাবাজরা অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। ফুটপাথে চাঁদাবাজিতে বাধা দেয়ায় সন্ত্রাসীরা এ ঘটনা ঘটায়। এজতেমায় সন্ত্রাসী নাঈমের নেতৃত্বে ফুটপাথে চাঁদাবাজিতে বাধা দেয়ার সময় পুলিশের অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টাকালে ঘটনাস্থল থেকে সৈকত নামের এক সন্ত্রাসীকে পাকড়াও করা হয়। এজতেমার পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, আখেরি মোনাজাতের পর একদল সন্ত্রাসী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্থানীয় মধুমিতা রোড এলাকায় ফুটপাথের প্রতি দোকান থেকে ৫০-১০০ টাকা করে চাঁদা আদায় করছিল। এ সময় ওই এলাকায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা তাদের চাঁদা উত্তোলনে বাধা দেয়। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে ৭-৮ জন সন্ত্রাসী ৩ পুলিশ সদস্যকে ধরে জোরপূর্বক একটি গলির ভেতর নিয়ে যায় এবং সেখান থেকে তাদের অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। নিয়ন্ত্রণ কক্ষে এ খবর পৌঁছলে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আটক পুলিশ সদস্যদের উদ্ধার করে। এ সময় পুলিশ সৈকত নামে এক সন্ত্রাসীকে আটক করে এবং বাকিরা পালিয়ে যায়।
×