ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে স্থগিত তিন কেন্দ্রের ভোট কাল

প্রকাশিত: ০৪:১৪, ১১ জানুয়ারি ২০১৬

ঠাকুরগাঁওয়ে স্থগিত তিন কেন্দ্রের ভোট কাল

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১০ জানুয়ারি ॥ পৌরসভার স্থগিত তিনটি কেন্দ্রে মঙ্গলবার নতুন করে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নিয়ে ভোটারদের মধ্যে আগ্রহ দেখা দিলেও কেউ কেউ এবারও সুষ্ঠুভাবে ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। গত ৩০ ডিসেম্বর এক কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা ১০ নম্বর ওয়ার্ডের ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে হামলা চালিয়ে ভোটকেন্দ্র দখল করে নেয়। তারা ওই কেন্দ্রের ব্যালট পেপারও ছিনিয়ে নিয়ে যায়। হামলাকারীরা বেসরকারী টেলিভিশনের দুই সাংবাদিককে লাঞ্ছিত ও গাড়ি ভাংচুর করে। একই ওয়ার্ডের গোবিন্দনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে একদল যুবক হামলা চালিয়ে ব্যালট বাক্স ভাংচুর করে ও ৬শ’ ব্যালট পেপার ছিনিয়ে নেয়। ৫ নম্বর ওয়ার্ডের সরকারী মহিলা কলেজ পুরুষ ভোটকেন্দ্রে ভোটের হারের সঙ্গে অবশিষ্ট ব্যালটের পরিমাণের গরমিল পাওয়া যায়। এ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ ফ ম ফজলে রাব্বীর প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন উল্লিখিত তিনটি ভোটকেন্দ্রের নির্বাচন স্থগিত করে।
×