ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতন

প্রকাশিত: ০৪:১৩, ১১ জানুয়ারি ২০১৬

যৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতন

নিজস্ব সংবাদদাতা, কালকিনি (মাদারীপুর), ১০ জানুয়ারি ॥ কালকিনি উপজেলার এনায়েত নগর এলাকার কল্লাকান্দি গ্রামে যৌতুকের জন্য নিপা আক্তার (১৯) নামের এক গৃহবধূর ওপর নির্যাতন চালিয়েছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এতে তিনি গুরুতর আহত হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনা ঘটে রবিবার সকালে। নির্যাতিত নিপা আক্তার কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের এইচএসসির ২য় বর্ষের ছাত্রী। ৭ মাস আগে কল্লাকান্দি গ্রামের আঃ ছাত্তার মোল্লার মেয়ে নিপা আক্তারের সঙ্গে বিয়ে হয় একই গ্রামের মুনছের মোল্লার ছেলে মাসুম মোল্লার। আবেগে প্রেমের টানে বিয়ে করলেও বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ি থেকে ৪ লাখ টাকা যৌতুক দাবি করা হয়। যৌতুকের টাকা না পেয়ে কয়েক দফা স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। কনের পরিবার গ্রামের মাতব্বরদের কাছে সালিশ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে গৃহবধূর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। তারা গৃহবধূর বাবার বাড়িতে এসে বেধড়ক মারপিট করে তাকে গুরুতর আহত করে। বর্তমানে আহত অবস্থায় তিনি হাসপালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন। আহত গৃহবধূ নিপা আক্তার বলেন, আমার বাবা গরিব মানুষ। তাই এত টাকা দিতে ব্যর্থ হওয়ায় আমাকে একের পর এক শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালিয়ে আসছে। আমি সঠিক বিচার চাই।
×