ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহী কারা অভ্যন্তরে ‘মাদক নিরাময় কেন্দ্র’

প্রকাশিত: ০৪:১১, ১১ জানুয়ারি ২০১৬

রাজশাহী কারা অভ্যন্তরে ‘মাদক  নিরাময় কেন্দ্র’

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মাদকাসক্ত আসামি, কয়েদি ও হাজতিদের জন্য এবার রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মাদক নিরাময় কেন্দ্র চালুর উদ্যোগ নেয়া হয়েছে। অপরাধের শাস্তি ভোগের পাশাপাশি তাদের সারিয়ে তোলা ও মাদক থেকে ফিরিয়ে আনতে মাদকাসক্তদের চিকিৎসার জন্য এ ব্যবস্থা নিতে যাচ্ছে কারা কর্তৃপক্ষ। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলসুপার শফিকুল ইসলাম খান জানান, এ বিষয়ে তারা মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের চিঠিও পেয়েছেন। এরপর থেকেই মাদক নিরাময় কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে রাজশাহী অঞ্চলে মাদকের প্রভাব অনেক বেশি। মাদকের ভয়াল থাবায় নষ্ট হয়ে যাচ্ছে অনেক পরিবার। অনেকেই তাদের প্রিয় সন্তানকে তুলে দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। শুধু রাজশাহী নয়, সারাদেশের এমন সমস্যা দিনে দিনে প্রকট আকার ধারণ করছে। অভিভাবকদের ধারণা কয়েক মাস জেলে থেকে এলে হয়ত তার সন্তান মাদক ছেড়ে দেবে। কিন্তু কারাগারগুলোতে সে ব্যবস্থা নেই। রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ৩০০ জনের বেশি মাদকাসক্ত কারাভোগ করছেন।
×