ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাচারকারীর কবল থেকে বাগেরহাটের তিন শিশুর রক্ষা

প্রকাশিত: ০৪:১০, ১১ জানুয়ারি ২০১৬

পাচারকারীর কবল থেকে  বাগেরহাটের তিন শিশুর রক্ষা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জে তিন কিলোমিটার পথ দৌড়িয়ে পাচারকারীর হাত থেকে রক্ষা পেয়েছে তিন শিশুছাত্রী। শনিবার রাতে আমতলা এলাকা থেকে ওই ছাত্রীদের তাদের স্বজনরা উদ্ধার করে। পাচারকারী মহিলার খপ্পরে পড়া শিশুরা হচ্ছে গুয়াতলা গ্রামের জিয়াদ বেপারির মেয়ে রিমা আক্তার, সোয়েব ফকিরের মেয়ে মিম আক্তার ও শাহিন সর্দারের মেয়ে রিপা আক্তার। এরা সকলে স্থানীয় খতেজান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। উদ্ধার হওয়া ওই ৩ ছাত্রী জানায়, বেলা ১১টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বোরকা পরা এক মহিলা তাদের প্রথমে নানাপ্রলোভন দিয়ে নিয়ে যায়। কিছুদূর যাওয়ার পর তারা যেতে না চাইলে হত্যার ভয় দেখিয়ে তার সঙ্গে নিয়ে যায়। একপর্যায়ে শিশুরা পানি খেতে চায় এবং কান্নাকাটি শুরু করে। নিরূপায় হয়ে ওই মহিলা তখন পানি আনতে গেলে মেয়ে তিনটি ইজিভ্যান থেকে নেমে দৌড়াতে শুরু করে। কালিকাবাড়ি থেকে তারা টানা ৩ কিমি পথ দৌড়িয়ে আমতলা এলাকায় এক বাড়িতে ঢুকে সাহায্য চায়। এ সময় শিশু পাচারকারী অজ্ঞাত পরিচয়ের মহিলা পালিয়ে যায়। থানা পুলিশ ও অবিভাবকরা জানান, টানা ৭ ঘণ্টা খোঁজাখুঁজির পর প্রায় ১০ কি.মি দূরে আমতলা থেকে নিখোঁজ ৩ ছাত্রীকে উদ্ধার করা হয়।
×