ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পৌর মেয়রসহ ৮৩ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৪:০৯, ১১ জানুয়ারি ২০১৬

পৌর মেয়রসহ  ৮৩ জনের  বিরুদ্ধে মামলা

অটোটেম্পো এবং ইজিবাইক মালিক-শ্রমিক সমিতির বিরোধের জের ধরে শুক্রবার সংঘর্ষে নিহত যুবলীগ নেতা শফিকুল ইসলাম খুনের ঘটনার তিন দিনের মাথায় রবিবার আদমদীঘি থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় বাদী হয়েছেন নিহত শফিকুলের বড় ভাই নুর ইসলাম। মামলার আরজিতে ঘটনার পরিকল্পনা করা এবং জড়িত থাকার দায়ে সান্তাহার পৌরসভার নবনির্বাচিত ও বর্তমান মেয়র, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ভুট্টু, সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম এন এইচ মিলন, ইজিবাইক মালিক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান সুমন, ইজিবাইক মালিক সমিতির সভাপতি ও সান্তাহার পৌর যুবলীগ সভাপতি গোলাম মোস্তফা সুটু, সান্তাহার পৌর জাপার সভাপতি আব্দুল লতিফসহ ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। এদিকে এর পূর্বে আটক জাতীয় পার্টির সান্তাহার পৌর শাখার সভাপতি আব্দুল লতিফ, সান্তাহার ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মন্টু এবং ইজিবাইক সমিতির নেতা সজল হোসেনকে রবিবার বেলা সাড়ে ১০টার দিকে বগুড়ার আদালতে পাঠিয়েছে আদমদীঘি থানা পুলিশ।
×