ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভেঙ্গে পড়েছে প্রশাসনিক কার্যক্রম

৬ মাস বেতন বন্ধ চাঁপাই পৌর কর্মচারীদের

প্রকাশিত: ০৪:০৮, ১১ জানুয়ারি ২০১৬

৬ মাস বেতন বন্ধ চাঁপাই পৌর কর্মচারীদের

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ ছয় মাসের বেতন বাকি। ফলে প্রশাসনিক অবস্থা একেবারে ভেঙ্গে পড়েছে। একই সঙ্গে সাধারণ মানুষ সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই চিত্র চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার। দীর্ঘ সময় ধরে এই চিত্র চলে এলেও সম্প্রতি সম্পন্ন পৌর নির্বাচন শেষে অবস্থা পৌঁছেছে চরম পর্যায়ে। সাধারণ ক্লিনার থেকে নির্বাহী প্রকৌশলীসহ সকল বিভাগের প্রায় সহস্রাধিক কর্মচারী মাসের পর মাস ধরে বেতন বঞ্চিত হবার কারণে তাদের ধৈর্যের বাঁধ ভেঙ্গে পড়ার কারণে পৌরসভায় এখন অঘোষিত ধর্মঘট চলছে। বর্তমান মেয়র দ্বিতীয়বার নির্বাচিত হতে ভোট করতে নামেন। কিন্তু জনসাধারণ চরমভাবে প্রত্যাখ্যান করেছে। কারণ গত পাঁচ বছরে মেয়রের অযোগ্যতার কারণে উন্নয়ন ও সেবা বঞ্চিত জনসাধারণ চরম প্রতিশোধ নিতে মুখিয়ে ছিল। আর তাই ভোটের বাক্সে জামানত বাজেয়াফত করে ছেড়ে দিয়েছে। নির্বাচন শেষ হবার ১০ দিন পেরিয়েছে। আর সেদিন থেকেই পৌর এলাকায় জনদুর্ভোগ মারাত্মক আকার ধারণ করেছে। বিশেষ করে ৯৩.৬৮ কিঃ মিটার সড়কের লাইট পোস্টের বাতি জ্বলে না। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে পৌর সড়ক পথ অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। বেড়েছে চুরি ছিনতাই। আইন প্রয়োগকারীরা সামাল দিতে পারছে না। পাশাপাশি ড্রেন উপচে ময়লা মিশ্রিত পানি সড়ক পথ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। পরিষ্কার পরিচ্ছন্নের কাজেও কোন গতি নেই। পাকা সড়ক পথের অবস্থা আরও কর না। ৯৩.৬৮ কিঃ মিঃ সড়কের একেবারে বেহাল অবস্থা। তবুও এর আগে মাঝে মধ্যেই ইট ব্যাটস, খোয়া ফেলে সড়ক চলাচলের উপযোগী করার তাগিদ ছিল পৌর কর্তৃপক্ষের। কিন্তু বর্তমান মেয়র ভোটে পরাজিত হবার পর সেই সেবাও বন্ধ হয়ে গেছে।
×