ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে যাত্রা শুরু করেছে ‘সাসকো গ্রীন ইন্ডাস্ট্রিয়াল পার্ক’

প্রকাশিত: ০৪:০০, ১১ জানুয়ারি ২০১৬

গোপালগঞ্জে যাত্রা শুরু করেছে ‘সাসকো গ্রীন ইন্ডাস্ট্রিয়াল পার্ক’

নীতিশ চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জে যাত্রা শুরু করেছে সাসকো গ্রীন ইন্ডাস্ট্রিয়াল পার্ক। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় এলাকায় প্রায় ১শ’ ৮০ একর জমির ওপর গড়ে তোলা হবে এ ইন্ডস্ট্রিয়াল পার্কটি। এ পার্কে মানুষের মৌলিক চাহিদার অধিকাংশ দ্রব্য উৎপাদন ও বাজারজাত করা হবে। ইতোমধ্যে ১৩ একর জমির ওপর এ পার্কের প্রথম পর্যায়ের নির্মাণ কাজ শুরু হয়েছে। এসব জমিতে এখন মাটি ভরাটের কাজ চলছে। এ প্রকল্পে জনবল নিয়োগের প্রক্রিয়াও ইতোমধ্যে শুরু হয়েছে এবং দক্ষ জনবল তৈরির জন্য প্রশিক্ষণ প্রদানও শুরু হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে এ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জন্য অন্তঃত ৮ হাজার দক্ষ জনবল তৈরি করা হবে, যাদের পর্যায়ক্রমে নিয়োগ প্রদান করা হবে। লোকেশন হিসেবে জলিরপাড়ের এ জায়গাটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে মংলাবন্দর অতি সন্নিকটে, মাত্র ১২৫ কিলোমিটার। পায়রা নদীর ওপর নির্মিতব্য দেশের তৃতীয় সমুদ্রবন্দর ২৪৫ কিলোমিটার এবং রাজধানী ঢাকা মাত্র ৮০ কিলোমিটার। গত ২৪ অক্টোবর ওই পার্ক এলাকায় সকল ধর্মীয় সম্প্রদায়ের গণমানুষের উপস্থিতিতে পবিত্র কোরআন শরীফ, গীতা ও বাইবেল পাঠের মধ্য দিয়ে সাসকো গ্রীন ইন্ডাস্ট্রিয়াল পার্কের উন্নয়ন কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সাসকো গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও আওয়ামী যুবলীগের সভাপতিম-লীর সদস্য শেখ আতিয়ার রহমান দীপু। তিনি জানান, এ মহাপরিকল্পনার অংশ হিসেবে স্থাপিত হবে সম্পূর্ণ পরিবেশ-বান্ধব লীড প্লাটিনাম সার্টিফাইড গ্রীন গার্মেন্ট ফ্যাক্টরি এবং এ কার্যক্রমের মাধ্যমে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পাবে। এ কার্যক্রমের প্রথম বছরেই ৮০ মিলিয়ন ইউএস ডলার রফতানি লক্ষ্যমাত্রা অর্জিত হবে তিনি আশা ব্যক্ত করেন। এ গ্রীন ইন্ডাস্ট্রিয়াল পার্কের অন্য প্রকল্পগুলো হলোÑ বার্ষিক ১শ’ ৬০ কোটি টার্নওভার লক্ষ্যমাত্রার অত্যাধুনিক সাসকো অটোব্রিক্স লিমিটেড, বার্ষিক ১শ’ ৪৫ কোটি টাকা টার্নওভার লক্ষ্যমাত্রার সাসকো অর্গানিক মাল্টিফাইবারস লিমিটেড (জুটমিল), বার্ষিক ১শ’ কোটি টাকা টার্নওভার লক্ষ্যমাত্রার সাসকো এগ্রোবেইজ্্ড ইন্ডাস্ট্রি লিমিডেট, বার্ষিক ৮০ কোটি টাকা টার্নওভার লক্ষ্যমাত্রার সাসকো ফুড এ্যান্ড বেভারেজ লিমিটেড এবং সাসকো ডেইরি এ্যান্ড বিফ ফ্যাটেনিং ফার্ম লিমিডেট। সাসকো গ্রীন ইন্ডাস্ট্রিয়াল পার্কের সত্ত্বাধিকারী শেখ আতিয়ার রহমান দীপু আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ এবং পদ্মা বহুমুখী সেতু স্থাপনের লক্ষ্য ও উদ্দেশের সঙ্গে সঙ্গতি রেখে তিনি এ প্রকল্পের জন্য সাইট সিলেকশন করেছেন এবং ইতোমধ্যে কাজ শুরু করেছেন। এ বছরের শেষ নাগাদ এ পার্কের শুভ উদ্বোধন হবে আশা প্রকাশ করে তিনি বলেন, ভবিষ্যতে এ এলাকাটি একটি ইকোনমিক জোন হিসেবে স্থাপিত হবে। তাছাড়া, গোপালগঞ্জকে বেকার মুক্ত করার প্রয়াশ তার দীর্ঘদিনের, যা এ প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত হবে বলে তার বিশ্বাস। তাই এসব ইন্ডাস্ট্রিতে নিয়োগের ক্ষেত্রে গোপালগঞ্জের বেকারদের অগ্রাধিকার দেয়া হবে। তিনি আরও জানান, তার প্রত্যেকটি প্রতিষ্ঠানের লভ্যাংশের উল্লেখযোগ্য অংশ সাসকো ফাউন্ডেশন নামে জনকল্যাণমূলক অলাভজনক প্রতিষ্ঠানের মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর হিতার্থে ব্যয় করা হয়ে থাকে। উল্লেখ্য যে, সাসকো গ্রুপের আরেকটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক রয়েছে ঢাকার সাভারে। সেখানে স্থাপিত হয়েছে দেশের সর্বপ্রথম ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে সম্পূর্ণ পরিবেশ-বান্ধব ফার্নেস ওয়েল ও ডিজেল উৎপাদনকারী প্রতিষ্ঠান সাসকো এনার্জি (বিডি) লিমিটেড।
×