ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দর বৃদ্ধির শীর্ষে রয়েছে সুহৃদ ইণ্ডাস্ট্রিজ

প্রকাশিত: ০৩:৫৮, ১১ জানুয়ারি ২০১৬

দর বৃদ্ধির শীর্ষে রয়েছে সুহৃদ ইণ্ডাস্ট্রিজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড দর বৃদ্ধির শীর্ষে রয়েছে। রবিবার কোম্পানির শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৭ পয়সা বা ৯ দশমিক ৭৭ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি দিনটিতে সর্বশেষ লেনদেন হয় ১৯ টাকা ১০ পয়সা দরে। এদিন কোম্পানির ১২ লাখ ৩০ হাজার ৯৫১টি শেয়ার ৯১৪ বারে লেনদেন হয়। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জাহিন স্পিনিং লিমিটেড। কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ১ টাকা ৬ পয়সা বা ৮ দশমিক ৫৬ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ২০ টাকা ৩০ পয়সা দরে। কোম্পানির ৩৬ লাখ ৭১ হাজার ১২১টি শেয়ার ১ হাজার ৫৩৫ বারে লেনদেন হয়। তালিকার তৃতীয় স্থানে থাকা পেনিনসুলা চিটাগং লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১ টাকা বা ৫ দশমিক ৯৫ শতাংশ। এছাড়া গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো - তুং হাই নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেড, কোহিনূর কেমিক্যালস, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড, ফারইস্ট নিটিং এ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সায়হাম কটন মিলস, স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এবং জিপিএইচ ইস্পাত।
×