ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জম্মু ও কাশ্মীরে রাজ্যপালের শাসন জারি

প্রকাশিত: ০৩:৩১, ১১ জানুয়ারি ২০১৬

জম্মু ও কাশ্মীরে  রাজ্যপালের  শাসন জারি

ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাঈদের মৃত্যুতে সরকারবিহীন হয়ে পড়ায় সেখানে রাজ্যপালের শাসন জারি করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে শনিবার জানায়, জম্মু ও কাশ্মীর রাজ্যে রাজ্যপালের শাসন জারি করা হয়েছে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের। জম্মুর রাজভবনের মুখপাত্র বলেছেন, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার পর রাজ্যপালের এনএন ভোহরা শনিবার রাজ্যে রাজ্যপালের শাসন জারি করে একটি প্রজ্ঞাপন ইস্যু করেছেন। রাষ্ট্রপতির সম্মতিক্রমে জম্মু ও কাশ্মীরের সংবিধানের অনুচ্ছেদ ৯২(১) ধারা অনুযায়ী ৮ জানুয়ারি, ২০১৬ থেকে রাজ্যপালের শাসন কার্যকর হবে। এর আগে রাজ্য প্রশাসনের কয়েকটি সূত্র জানায়. রাজ্যপালের শাসন জারি হওয়ার কথা জানালেও রাজ ভবনের সূত্রগুলো তখনও প্রজ্ঞাপন জারি হয়নি বলে খবরটি নিশ্চিত করতে রাজি হয়নি।
×