ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেতাজী সংক্রান্ত গোপন ফাইল ব্রিটিশ ওয়েবসাইটে প্রকাশ

প্রকাশিত: ০৩:৩১, ১১ জানুয়ারি ২০১৬

নেতাজী সংক্রান্ত গোপন ফাইল ব্রিটিশ ওয়েবসাইটে প্রকাশ

এবার নেতাজী সুভাষচন্দ্র বসুর বেশ কয়েকটি গোপন ফাইল ব্রিটেনের এক ওয়েবসাইটে প্রকাশ করলেন ব্রিটিশ সাংবাদিক আশিস রায়। তারও দাবি, বিমান দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে নেতাজীর। দাবির সমর্থনে তিনি সামনে এনেছেন দুর্ঘটনার দিন নেতাজীর সঙ্গী কর্নেল হবিবুর রহমানের বয়ান। এ বয়ান তিনি সংগ্রহ করেছেন ভারত সরকারের তিন সদস্যের তদন্ত কমিটির অপ্রকাশিত নথি থেকে। খবর জিনিউজের। নেতাজীীর অন্তর্ধান রহস্যভেদ করতে ১৯৫৬ সালে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল ভারত সরকার। সেই কমিটির সামনে সাক্ষ্য দেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির (এনআইএ) কর্নেল হবিবুর রহমান। হাবিবুর রহমান জানান, বিমান দুর্ঘটনার দিন তিনি নেতাজীর সহযাত্রী ছিলেন। পরে তদন্ত কমিটির সামনে সাক্ষ্য দেন তিনি। সম্প্রতি তদন্ত কমিটির সেই রিপোর্ট ব্রিটিশ ওয়েবসাইটে প্রকাশ করেছেন আশিস। তার দাবি, হাবিবুর ১৯৪৫ সালের ১৮ আগস্ট বিমানে নেতাজীর সহযাত্রী ছিলেন। কমিশনের সামনে সাক্ষ্য দিতে গিয়ে হাবিবুর জানান, সেদিন প্লেন টেকঅফ করার কয়েক মুহূর্ত পরই জোরালো বিস্ফোরণের শব্দ হয়। নেতাজী আমার দিকে তাকান। আমি বলি, পিছনের দিক দিয়ে বেরোনোর রাস্তা নেই। সামনের দিক দিয়েই বেরোন। কিন্তু সামনের রাস্তা জ্যাম থাকায় আমরা বেরোতে পারিনি।
×