ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গুজম্যানকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিচ্ছে মেক্সিকো

প্রকাশিত: ০৩:৩০, ১১ জানুয়ারি ২০১৬

গুজম্যানকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিচ্ছে মেক্সিকো

মেক্সিকোর শীর্ষ মাদক সম্রাট জোয়াকুইন এল চ্যাপো গুজম্যানকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণের ব্যাপারে প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। কারাগার থেকে পালানোর ছয় মাসের মাথায় শুক্রবার আবার গ্রেফতার করা হয় সিনালোয়ার এই মাদক ব্যবসায়ীকে। খবর বিবিসির। গুজমানকে এর আগে ২০১৪ সালে যুক্তরাষ্ট্র তদের হাতে তুলে দেয়ার জন্যে মেক্সিকোকে অনুরোধ করেছিল। কিন্তু তখন সে অনুরোধ ফিরিয়ে দিয়েছিল দেশটি। এবার আর তাকে নিজ ভূখ-ে আটক রাখা নিরাপদ মনে করছে না মেক্সিকো। ছয় মাস আগে গুজম্যান কঠোর নিরাপত্তা বেষ্টিত কারাগার থেকে পালিয়ে গেলে দেশটির কর্তৃপক্ষকে চরম বিব্রতকর অবস্থায় পড়ে। উচ্চ ক্ষমতাসম্পন্ন নিরাপত্তা ব্যবস্থা থাকার পরও সেই জেলের ভেতরে একটি সুড়ঙ্গ খুঁড়ে সে পালিয়ে যায়। পেনের সাক্ষাতের বিষয়টি জানত মেক্সিকো : এএফপি জানায়, অক্টোবর মাসে পলাতক মাদক সম্রাট জোয়াকিন ‘এল চাপো’ গুজম্যানের সঙ্গে মার্কিন অভিনেতা শন পেনের দেখা করার বিষয়টি সম্পর্কে মেক্সিকো কর্তৃপক্ষ অবগত ছিল। শনিবার দেশটির এক কেন্দ্রীয় কর্মকর্তা একথা জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, পেনের সঙ্গে গুজম্যানের বৈঠকটি তদন্তের একটি অংশ ছিল। এটা সবচেয়ে কুখ্যাত এ ফেরারী আসামিকে পুনরায় আটক করতে সহায়ক হয়। মেক্সিকো কর্তৃপক্ষ এ বৈঠক সম্পর্কে অবগত ছিলেন। রোলিং স্টোন পত্রিকায় এ অভিনেতার একটি প্রবন্ধ প্রকাশিত হয়। এতে এ অভিনেতা গুজম্যানের সঙ্গে তার গোপন বৈঠকের কথা উল্লেখ করেন। মেক্সিকোর এ্যাটর্নি জেনারেল আরেলি গোমেজ শুক্রবার বলেন, গুজম্যান অভিনেতা ও পরিচালকদের সঙ্গে দেখা করার পর কর্তৃপক্ষ গুজম্যানের অবস্থান নির্ণয় করতে সক্ষম হয়। তার জীবন নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণের আশায় তিনি অভিনেতা ও পরিচালকদের সঙ্গে দেখা করেন।
×