ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেল-বেঞ্জামায় রঙিন অভিষেক জিদানের

প্রকাশিত: ০২:৫৯, ১১ জানুয়ারি ২০১৬

বেল-বেঞ্জামায় রঙিন অভিষেক জিদানের

স্পোর্টস রিপোর্টার ॥ সিনিয়র ক্লাবে কোচ হিসেবে অভিষেকেই নিজেকে রাঙিয়েছেন জিনেদিন জিদান। সম্প্রতি রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর শনিবার রাতে প্রথমবারের মতো ডাগআউটে দাঁড়ান ফ্রান্সের সাবেক এই কিংবদন্তী ফুটবলার। প্রথম ম্যাচেই তার অধীনে রিয়াল মাদ্রিদ পেয়েছে বিশাল জয়। নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে স্প্যানিশ লা লীগার ম্যাচে গ্যালাক্টিকোরা ৫-০ গোলে উড়িয়ে দেয় ডিপোর্টিভো লা করুনাকে। জিদানের অভিষেকটা রাঙিয়ে দিয়েছেন গ্যারেথ বেল ও স্বদেশী করিম বেঞ্জামা। ওয়েলস তারকা বেল করেন দুর্দান্ত হ্যাটট্রিক আর ফরাসী ফরোয়ার্ড বেঞ্জামা করেন জোড়া গোল। ম্যাচে গোল পাননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একাধিকবার একক প্রচেষ্টায় চেষ্টা করেও সফল হতে পারেন নি বর্তমান ফিফা সেরা তারকা। সি আর সেভেনের দুর্ভাগ্য, তার একটি হেড সাইডপোস্টে লেগে প্রতিহত হয়। দুর্দান্ত জয় পেয়েছে বার্সিলোনাও। অধিনায়ক লিওনেল মেসির দুরন্ত হ্যাটট্রিকে ভর করে ক্যাটালানরা ৪-০ গোলে পরাজিত করে গ্রানাডাকে। বার্সার হয়ে অপর গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। এই জয়ে ১৮ ম্যাচ থেকে বার্সিলোনার ভান্ডারে জমা ৪২ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে ৪০ পয়েন্ট রিয়াল মাদ্রিদের। মেসির হ্যাটট্রিক নতুন কিছু নয়। পরশু রাতে লা লীগায় নিজের ২৫তম হ্যাটট্রিক করেন বার্সা তারকা। তবে নতুনত্ব হলো গ্রানাডার বিরুদ্ধে মেসি খেলেছেন অধিনায়কের আর্মব্যান্ড পরে। ঘরের মাঠে আরেকটি মেসিময় রাত কেটেছে ক্যাটালানদের। অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তাসহ নিয়মিত একাদশের কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দেন বার্সিলোনা কোচ লুইস এনরিকে। অধিনায়ক মেসি দলকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকেই। ফিফা বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ে ফেবারিট মেসি গোল তিনটি করেন এসেছে ৮, ১৪ ও ৫৮ মিনিটে। ৮৩ মিনিটে শেষ গোলটি করেন নেইমার। ম্যাচ শেষে মেসির উচ্ছ্বসিত প্রশংসা করেন বার্সা কোচ এনরিকে। তবে তিনি জানিয়েছেন জুরিখে আজ ফিফা ব্যালন ডি’অর গালা অনুষ্ঠানে থাকতে পারবেন না। রাফায়েল বেনিতেজ বরখাস্ত হওয়ার পর রিয়ালের কোচের দায়িত্ব পাওয়া জিদান অনুশীলনের প্রথম দিনে বিপুল হর্ষধ্বনি পান ভক্তদের। ঘরের মাঠে প্রথম ম্যাচেও একই তৃপ্তি পেয়েছেন ফরাসী কিংববদন্তী। ম্যাচের ১৫ মিনিটে বেঞ্জামার গোলে এগিয়ে যাওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি রিয়ালকে। ২২, ৪৯ আর ৬৩ মিনিটে লক্ষ্যভেদ করে হ্যাটট্রিক পূর্ণ করে বেল। এ মৌসুমের লা লীগায় এটা ওয়েলস তারকার দ্বিতীয় হ্যাটট্রিক। শেষ মিনিটে দ্বিতীয় গোল কোচ জিদানের অভিষেক রঙিন করেন বেঞ্জামা। জিদানকে এমন চমৎকার উপহার দিতে পেরে বেল দারুণ খুশি। খেলাশেষে টুইটারে ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়ের নায়কের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লিখেন, ‘নতুন বছরে বার্নাব্যুতে দুর্দান্ত প্রত্যাবর্তন!’
×