ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘অঙ্গার’ মুক্তি পাচ্ছে ১৫ জানুয়ারি

প্রকাশিত: ১৯:৪০, ১০ জানুয়ারি ২০১৬

যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘অঙ্গার’ মুক্তি পাচ্ছে ১৫ জানুয়ারি

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং ভারতের এস কে মুভিজের যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘অঙ্গার’ মুক্তি পাচ্ছে আগামী ১৫ জানুয়ারি। ‘অঙ্গার’ ছবির মুক্তিকে কেন্দ্র করে বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবের হল রুমে শনিবার সন্ধ্যায় চলচ্চিত্র সাংবাদিক ও চলচ্চিত্রের কলাকুশলিদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে ‘জাজ’। সভায় উপস্থিত ছিলেন কলকাতার এসকে মুভিজের কর্ণধার হিমাংশু ধানুকা, চিত্রনায়ক ওম, সঙ্গীত পরিচালক আকাশ, জাজ মাল্টি মিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, চলচ্চিত্রটির পরিচালক ওয়াজেদ আলী সুমন, সঙ্গীত পরিচালক ইমন সাহা, চলচ্চিত্রের অভিনয়শিল্পী অমিত হাসান, টাইগার রবি, নবাগত চিত্রনায়িকা জলি, কাহিনীকার আব্দুল্লাহ জহির বাবু, কণ্ঠশিল্পী খেয়া প্রমুখ। সভায় আব্দুল আজিজ তার পুরোনো কথার জের ধরেই বলেন, ছবির প্রত্যেকটি চরিত্রকেই সত্য বলে মনে হয়েছে। মনেই হচ্ছে না যে অভিনেতা অভিনেত্রীরা এখানে অভিনয় করছে। ছবির গল্প, ব্যাকগ্রাউন্ড মিউজিক, গান, প্রযুক্তিগত দিক সবদিক থেকেই এটি অন্যরকম একটি ছবি হয়েছে। সবাই সবার সেরাটা দিয়েছেন এখানে। সবমিলিয়ে আমরা আশা করছি বিগত ১০ বছরের বাংলা চলচ্চিত্রের রেকর্ড ভাঙবে ‘অঙ্গার’। হিমাংশু ধানুকা বলেন, কলকাতায় কমপক্ষে ১০০ হলে মুক্তি পাচ্ছে ছবিটি। বাংলাদেশে এসে আমার মনে হয়েছে কলকাতার চেয়ে এই দেশের ছবির বাজার অনেক ভালো। যৌথ প্রযোজনার এই ধরনের ছবি হতে থাকলে খুব সহজে পাল্টে যাবে বাংলা ছবির দৃশ্যপট। জলি বলেন, আমার প্রথম ছবি মুক্তি পাচ্ছে। তাই নার্ভাস লাগছে। ওম বলেন, আমার অভিনীত ‘অগ্নি টু’ সুপার ডুপার ব্যবসা করেছে। আমার বিশ্বাস এই ছবিটিও হবে সুপার ডুপার হিট।
×