ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছাত্রীর রহস্যজনক মৃত্যু রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

প্রকাশিত: ০৮:২০, ১০ জানুয়ারি ২০১৬

ছাত্রীর রহস্যজনক মৃত্যু রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দু’জন নিহত হয়েছে। উত্তরায় একটি ভবন থেকে পড়ে এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার সংশ্লিষ্ট সূত্র থেকে এসব তথ্য জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজধানীর মিরপুর কালশী রোডে ট্রাকের ধাক্কায় সুমন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাদন ফকির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শনিবার বিকেল ৫টায় কালশী রোডে ট্রাক চাপায় ওই শিশুর মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। ওসি জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাক চালক কবির হোসেনকে আটক করা হয়েছে। এদিকে শেরেবাংলা নগরে সড়ক দুর্ঘটনায় আহত মোঃ শাহিন (৪০) মারা গেছে। শনিবার দুপুরে আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শাহিনের বাবার নাম মৃত মোঃ খোরশেদ আলম। তিনি কাফরুল উত্তর কাজীপাড়া এলাকায় ভাড়াবাসায় থাকতেন। শেরেবাংলা থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, শাহীনের মৃতদেহ বেলা আড়াইটার দিকে আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। মৃত শাহীনের আত্মীয় ইউসুফ মোল্লা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শেরেবাংলা নগরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন শাহীন। প্রথমে তাকে মিরপুর আজমল হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে নিউরোসায়েন্স হাসপতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু ॥ রাজধানীর উত্তরা এলাকায় চারতলা ভবন থেকে পড়ে রমিতা জামান আহনাফ ওরফে রাফী (১৭) নামে এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম মোঃ কামরুজ্জামান ওরফে রিপন। গ্রামের বাড়ি কুমল্লা জেলার সাকতলা মাস্টার বাড়িতে। মোহাম্মদপুর থানার তাজমহল রোডে তারা থাকেন। উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক সবুজ রহমান জানান, রাফী গত দুই মাস আগে উত্তরা পশ্চিম থানার ৫ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের ৬ নম্বর ভবনে তার ফুফা মোস্তফার বাসায় যায়। সেখানে থেকে কোচিং করত। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কোচিং করার জন্য বের হয়। এরপর রাফী চার তলা থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধারের পর উত্তরা লুবনা হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। পরে সেখানে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
×