ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেঙ্গল থিয়েটারের যাত্রা শুরু

প্রকাশিত: ০৬:১৮, ১০ জানুয়ারি ২০১৬

বেঙ্গল থিয়েটারের যাত্রা শুরু

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলার ঐতিহ্যবাহী নাট্যরীতিসহ বিশ্ব নাট্যকে ছোঁয়ার প্রত্যয়ে ‘এক বিশ্ব এক নাট্য’ স্লোগানে যাত্রা শুরু করেছে বেঙ্গল থিয়েটার। দলটি ইতোমধ্যে তাদের প্রথম প্রযোজনার কাজ শুরু করেছে। এরই ধারাবাহিকতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের মহড়া কক্ষে গত ১ থেকে ৫ জানুয়ারি ৫ দিনব্যাপী নাট্য কর্মশালার আয়োজন করে। এতে প্রায় ৩০ জন নবীন নাট্যকর্মী অংশ নেয়। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ড. ইনামুল হক, লাকী ইনাম, মীর বরকত, মাসুম রেজা, সুদীপ চক্রবর্তী, জাহিদ হোসেন তপন, আইরিন পারভীন লোপা, জসিম উদ্দিন, বাকার বকুল, রোমা মোদক প্রমুখ। এ কর্মশালায় তাৎক্ষণিক অভিনয়, সঙ্গীত, মূকাভিনয়, লাঠিখেলা, নাটক রচনা, শুদ্ধ উচ্চারণের, আলোর ব্যবহার ও মিডিয়াসহ নানা বিষয়ে আলোচনা হয়। বেঙ্গল থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য ও কর্মশালার সমন্বয়কারী হাসান রেজাউল জনকণ্ঠকে বলেন, বেঙ্গল থিয়েটার নতুন কিছু করার স্বপ্ন নিয়ে এই দুর্গম পথে যাত্রা শুরু করেছে। দলের প্রথম প্রযোজনার জন্য নতুন কর্মী নেয়ার জন্য এ কর্মশালার আয়োজন করা হয়। আমাদের উদ্দেশ্য ছিল- এ কর্মশালার মাধ্যমে নবীনদের থিয়েটার সম্পর্কে কিছু ধারণা দেয়া। প্রত্যেক প্রশিক্ষক আমাদের সহযোগিতা করেছেন, বেঙ্গল থিয়েটার তাদের কাছে কৃতজ্ঞ। প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট বিতরণের মাধ্যমে কর্মশালার সমাপ্তি হয়।
×