ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ১৫ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু আজ

প্রকাশিত: ০৬:১৮, ১০ জানুয়ারি ২০১৬

চট্টগ্রামে ১৫ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু আজ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ‘কান চলচ্চিত্র উৎসব’ এর অনুপ্রেরণায় চট্টগ্রামে আয়োজিত হতে যাচ্ছে ‘চিটাগাং শর্ট ফিল্ম উৎসব।’ আজ ১০ জানুয়ারি রবিবার শুরু হচ্ছে এই উৎসব, চলবে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত। বাংলাদেশে এ ধরনের আয়োজন এবারই প্রথম। ‘মানবতার জন্য সিনেমা’ এই স্লোগান ধারণ করে বাংলাদেশের চলচ্চিত্রে নববিপ্লবের দ্বার উন্মোচনের চেষ্টায় তরুণ চলচ্চিত্র নির্মাতাদের সংগঠন ‘চিটাগাং শট’এ উৎসবের আয়োজন করেছে। আজ চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে উৎসব শুরু হতে যাচ্ছে। উৎসব আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে চট্টগ্রামের প্রাচীনতম পত্রিকা দৈনিক আজাদী ও চট্টগ্রামের বিজ্ঞাপনী সংস্থা নকশা। আয়োজক প্রতিষ্ঠান সূত্রে জানানো হয়, এ উৎসব হবে ব্যতিক্রমধর্মী ও বৈশ্বিক ধারার একটি চলচ্চিত্র উৎসব। পক্ষকালব্যাপী উৎসবের আয়োজনে আরও থাকছে ৫ দিনবাপী চলচ্চিত্র নির্মাণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা, চলচ্চিত্র প্রদর্শনী, সমাপনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। এরমধ্যে ১২ থেকে ১৬ জানুয়ারি দৈনিক আজাদী পাঠাগারে অনুষ্ঠিত হবে প্রশিক্ষণ কর্মশালা। এতে প্রশিক্ষক হিসেবে থাকবেন ইউরোপীয় ইউনিয়নের বৃত্তিপ্রাপ্ত এবং ইউনির্ভাসিটি অব থিয়েটার এন্ড ফিল্ম আর্টস, বুদাপেস্ট, সন্ট, ব্রাসেলসের লুকাস ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি, পর্তুগালের লুসোফোনা ইউনির্ভাসিটি প্রভৃতি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন ও চলচ্চিত্র নির্মাণ বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত নির্মাতা সোহেল রহমান। উৎসবে দেশ বিদেশের বিখ্যাত স্বল্প ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হবে। সমাপনী দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ও চিটাগাং শর্ট এর প্রধান পৃষ্ঠপোষক ওয়াহিদ মালেক। চিটাগাং শর্টের প্রতিষ্ঠাতা ইসমাইল চৌধুরীর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প-সাহিত্য অঙ্গনের বিশিষ্ঠ শিক্ষক, চলচ্চিত্র নির্মাতা, অভিনয় শিল্পী, কলা কুশলী ও সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
×