ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১৪ জানুয়ারি শুরু হচ্ছে ॥ ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’

প্রকাশিত: ০৬:১৭, ১০ জানুয়ারি ২০১৬

১৪ জানুয়ারি শুরু হচ্ছে ॥ ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’

স্টাফ রিপোর্টার ॥ রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে ১৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে চতুর্দশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ১৮০টি চলচ্চিত্র নিয়ে সাজানো উৎসবে অস্ট্রেলেশিয়া (অস্ট্রেলিয়া ও এশিয়া) প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, ট্রিবিউটস, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন্স ফিল্মস্, স্পিরিচ্যুয়াল ফিল্মস, ইন্ডিপেনডেন্ট ফিল্মস, স্ক্যান্ডিনেভিয়ান ফিল্ম সেশন এবং উইমেন্স ফিল্ম সেশনে দেখানো হবে চলচ্চিত্রগুলো। উৎসবে জাতীয় জাদুঘর প্রধান মিলনাতন, সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, আলিয়ঁস ফ্রসেজ ও আমেরিকান সেন্টার মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শনী হবে। ৯ দিনের এ উৎসব শেষ হবে ২২ জানুয়ারি। উৎসব উপলক্ষে শনিবার দুপুরে রাজধানীর একটি রেস্তোরাঁয় মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় আলোচনায় অংশ নেন উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল ও রেইনবো চলচ্চিত্র সংসদের লন্ডন শাখার পরিচালক মোস্তফা কামাল। চতুর্দশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেবেন খ্যাতিমান চলচ্চিত্র পরিচালকসহ ৮৮ জন বিদেশী অতিথি। এছাড়া উৎসবের অংশ হিসেবে ষষ্ঠ ঢাকা আন্তর্জাতিক সিনে ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে ১৬ থেকে ২১ জানুয়ারি। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস, বাংলাদেশ (ইউল্যাব) এর সহযোগিতায় অনুষ্ঠিতব্য ওয়ার্কশপে দেশী-বিদেশী ৩৫ জন নবীণ চলচ্চিত্র শিক্ষার্থী, সমালোচক ও সাংবাদিক অংশ নেয়ার সুযোগ পাবেন।
×